ঢাকাWednesday , 2 December 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

Link Copied!

মুহিন শিপন, শায়েস্তাগঞ্জ :   আসন্ন শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮ জন, মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম।

 

মনোনয়নপত্র জমাদানকারী মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদউজ্জামান মাসুক, বিএনপি মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ অলি, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোঃ ছালেক মিয়া, উপজেলা যুবলীগের আহŸায়ক ফজল উদ্দিন তালুকদার, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ ব্যকস-এর সভাপতি আবুল কাশেম শিবলু, ছাত্রলীগ নেতা ইমদাদুল ইসলাম শীতল এবং সারোয়ার আলম শাকিল। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ৭জন, ২নং ওয়ার্ডে ৩জন, ৩নং ওয়ার্ডে ৩জন, ৪নং ওয়ার্ডে ৪জন, ৫নং ওয়ার্ডে ৬জন, ৬নং ওয়ার্ডে ৪ জন, ৭নং ওয়ার্ডে ২জন, ৮নং ওয়ার্ডে ৪জন, ৯নং ওয়ার্ডে ৩জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২, ৩নং ওয়ার্ডে ৬জন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ৫জন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

ছবি : মনোনয়নপত্র জমা দিচ্ছেন এক প্রার্থী

 

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, সর্বমোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ২২ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থী বাছাই ৩ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর।