ঢাকাSaturday , 5 February 2022
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে গৃহহীন দম্পতিকে ঘর বানিয়ে দিচ্ছে পুলিশ

মুহিন শিপন
February 5, 2022 6:40 pm
Link Copied!

রাখেশ সরকার (৬৫) ও সুপ্রভা সরকার (৪৫) নিঃসন্তান দম্পতি। বয়সের ভারে ন্যুব্জ রাখেশ সরকার ঠিকমতো চলাফেরা করতে পারেন না। স্ত্রী ভিক্ষাবৃত্তি করে যা আনেন তা দিয়েই চলে তাদের টানাপোড়েনের সংসার।

তারা থাকতেন একটি ঝুপড়ি ঘরে। অল্প একটু বৃষ্টি হলেই পানিতে ভেসে যেতো সেই ঘর। আশ্রয় নিতে হতো প্রতিবেশীর ঘরে।

সারাদিন রোদ-বৃষ্টিতে ভিজে ক্লান্ত হয়ে যখন তারা ঘুমাতে যেতেন তখন স্বপ্ন দেখতেন একটি সুন্দর ঘরের।

সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম খেতে থাকা রাখেশ-সুপ্রভা দম্পতির সেই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে বাংলাদেশ পুলিশের কল্যানে।

শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়া গ্রামে ইতোমধ্যেই নির্মানাধীন ঘরটির অবকাঠামো নির্মান সম্পন্ন হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ব্যায়ে গৃহহীন রাখেশ-সুপ্রভা দম্পতিকে বাসগৃহটি নির্মান করে দিচ্ছে বাংলাদেশ পুলিশ।

শনিবার দুপুরে ঘরের নির্মান কাজ পরিদর্শন করেন এএসপি হেডকোয়ার্টার মাহমুদুল হাসান ও প্রকল্প ইঞ্জিনিয়ার।

এসময় আরও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব, এস আই তোরন মাহমুদ, ঠিকাদার মুখলিছ মিয়া প্রমুখ।