ঢাকাSaturday , 2 July 2022
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বন্যায় বেড়েছে নৌকার কদর

Link Copied!

লাখাই উপজেলায় এবারের বন্যায় কদর বেড়েছে নৌকার । নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা।

খোঁজ নিয়ে জানা যায়  , বিগত কয়েক বছর বর্ষার পানি না হওয়ায় নৌকার তেমন প্রয়োজন পরেনি সাধারণ মানুষের।

কিন্তু এবারের বন্যায় বুঝিয়ে দিয়েছে নৌকার প্রয়োজন আছে কি না। সারা উপজেলায় ধুম পরেছে নৌকা তৈরির।

স্থানীয় প্রবীন ব্যক্তিরা এ প্রতিনিধি কে জানান বিগত কয়েক বছর আগে বর্ষা মৌসুমে নৌকা ছাড়া বাড়ী থেকে বেড় হতেই পারতাম না এ বছরের বন্যায় বুঝিয়ে দিয়েছে নৌকার প্রয়োজন কতোখানি।

তারা আরো জানান কোন এক সময় প্রত্যেক পরিবারের একটা নৌকা ঘাটে বাধা থাকতো এখন আর নৌকা দেখাই মিলে না।

এ ব্যাপারে নৌকার কারিগর রতন সুত্রধরের সাথে আলাপ কালে তিনি জানান  , বিগত ৮-৯ বছর যাবত আমি নৌকা বানানোর জন্য ওয়ার্ডারই পাই নাই কিন্তু এ বছর লাখাই উপজেলায় বন্যা হওয়ার কারনে আমাদের কদর বেড়েছে নৌকা তৈরী করতে।

রতন সুত্রধরের কাছে একটা কুশ্যা নৌকা তৈরী করতে কত টাকা লাগে সে জানান একটা কুশ্যা নৌকা তৈরী করতে ১২ হাজার টাকা খরচ পরে।