ঢাকাFriday , 2 December 2022
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ের বুল্লা ইউনিয়ন পরিষদের রাস্তায় আবর্জনার স্তুপ : ছাত্রীদের ভোগান্তি

Link Copied!

লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদে যাতায়াতের রাস্তার মুখে বললা বাজারে ময়লা আবর্জনার স্তুপ ফেলে রেখে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোক চলাফেরা করেন।

বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়টিতে প্রবেশ করার জন্য ও ছাত্রীরা এ রাস্তাটি ব্যবহার করেন। ময়লা আবর্জনার কারণে মুখ চেপে ধরে কোনরকমে এর স্থানটি দিয়ে চলাচল করতে বাধ্য হন সবাই। এতে করে প্রচ- রকমের জন ভোগান্তি তৈরি হয়েছে।

জানা যায়, বুল্লা বাজারের ব্যবসায়ীরা তাদের ময়লা আবর্জনা এ স্থানটিতে ফেলে রাখেন। দিনের পর দিন আবর্জনা ফেলায় এখানে বিশাল আবর্জনার স্তুপ তৈরি হয়েছে।

একই সাথে বৃষ্টির পানি ডোবার পানি মিলেমিশে একাকার হয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সমস্যার সমাধানে একাধিকবার পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের।

স্থানীয় ইউনিয়ন পরিষদ কিংবা বাজার ব্যবস্থাপনা কমিটি কেউই এ ব্যাপারে কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি।

স্থানটি দিয়ে চলাচলকারী পথচারীরা জানান, এখান দিয়ে নিয়মিত চলাচল করা খুবই অস্বাস্থ্যকর। অনেকেই নানা রকম চর্ম রোগে আক্রান্ত হচ্ছে।