ঢাকাMonday , 22 March 2021
আজকের সর্বশেষ সবখবর

মুজিববর্ষ উপলক্ষে মাধবপুরে মৎস্যচাষীদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ প্রদান

Link Copied!

 

 

ছবি: মৎস্যচাষীদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ প্রদান।

জালাল উদ্দিন লস্করঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীর নানা আয়োজনের অংশ হিসাবে মাধবপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন এলাকার ২০ জন মৎস্য চাষীকে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষন দেওয়া হয়েছে।

উপজেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে অনুষ্টিত ১ দিনের এই বিশেষ প্রশিক্ষন কার্যক্রমে প্রধান সমন্বয়কারী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু আসাদ মোঃ ফরিদুল হক। প্রশিক্ষন পরিচালনা করেন মাঠ সহকারী শরীফ উদ্দিন ও অফিস সহকারী হুমায়ুন কবির।

মৎস্য কর্মকর্তা আবু আসাদ, মোঃ ফরিদুল হক, জানান প্রশিক্ষনলব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ করতে পারলে প্রশিক্ষন গ্রহনকারী মৎস্যচাষীরা মৎস্য উৎপাদনে আশানুরূপ সাফল্য লাভ করবেন।