ঢাকাSaturday , 2 May 2020

মাধবপুরে ধান কাটার শ্রমিকের অভাবে দিশেহারা কৃষক

Link Copied!

ইয়াছিন তন্ময় :   দেশের চলমান লকডাউনে মাধবপুরে ধান কাটার শ্রমিকের অভাবে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। করোনার কারনে ময়মনসিংহ কিশোরগঞ্জ সহ দুর থেকে মাধবপুরে আসতে না পারায় ধান কাটার শ্রমিক। ফলে জমিতেই নষ্ট হচ্ছে ধান। মাঝে মধ্যে আবার শিলা বৃষ্টিও আক্রমন করছে। উপজেলার জগদিশপুর গ্রামের কৃষক আমির হামজা রাসেল আমার হবিগঞ্জ কে জানান, তার ২৫০ শতক জমিতে ধানের বাম্পার ফলন হলেও ধান কাটার শ্রমিকের অভাবে ফসল মাঠেই পরে আছে,বুল্লা গ্রামের কৃষক হিরন মিয়া জানায় প্রথম দিখে তার জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে।

 

ছবি : মাধবপুরে পাকা কাটার অপেক্ষায় ! কিন্তু শ্রমিকের অভাবে তা কাটা যাচ্ছেনা

কিন্তু লকডাউনের কারনে দুর থেকে শ্রমিক না আসায় ধান কেটে ঘরে তুলতে পারছে না। বেলঘর গ্রামের কৃষক দুলাল মিয়া জানান ধান কাটার শ্রমিকের অভাবে তার ধানের ক্ষেত শিলা বৃষ্টি নষ্ট করে ফেলেছে। নিজেরা চেষ্টা করেও ধান কাটতে পারছিনা। এখন যদি ধান কাটতে না পারি বড় ধরনের লস হয়ে যাবে। তাই তিনি মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তার নিকট জরুরি ভিত্তিতে ধান কাটার প্রযুক্তিগত মেশিন সরবরাহের জন্য আবেদন জানাচ্ছি।