ঢাকাThursday , 6 January 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরের মনতলা রেল স্টেশনে তেলবাহী ট্যাংকারে পাথর নিক্ষেপ : চালক আহত

Link Copied!

সিলেট থেকে ছেড়ে আসা তেলবাহী একটি একটি ওয়েল ট্যাংকার মনতলা স্টেশন অতিক্রম করার সময় নিক্ষিপ্ত পাথরের ঢিলে ট্যাংকার চালক তৌহিদুর রহমান আহত হয়েছেন। পরে ওয়েল ট্যাংকারটি থামিয়ে মনতলায় প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে চালক চট্টগ্রামের উদ্দ্যেশ্যে মনতলা ছেড়ে যান।আজ সন্ধ্যা  সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে মনতলা স্টেশনের টিকিট মাস্টার পরশ আলী জানিয়েছেন।
মনতলা স্টেশনের অদুরে উত্তরদিকে ৪৪ নং রেল সেতুর কাছে কে বা কারা চলন্ত ওয়েল ট্যাংকারে পাথরের ঢিল ছুঁড়ে মারে। নিক্ষিপ্ত ঢিলটি ইঞ্জিন রুমে চালক তৌহিদুরের কপালে আঘাত করে। তবে ঢিল নিক্ষেপকারীকে সনাক্ত করা যায়নি।
শায়েস্তাগঞ্জ থেকে রেল পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। জানা গেছে,বৃহস্পতিবার(৬জানুয়ারি) দুপুরে রেল পুলিশের উদ্যোগে মনতলা রেল স্টেশন এলাকায় একটি সচেতনামুলক সভার আয়োজন করা হয়। সভা সমাপ্তির অল্প সময়ের ব্যবধানে রেলে এই ঢিল নিক্ষেপের ঘটনাটি ঘটে।