ঢাকাWednesday , 20 January 2021
আজকের সর্বশেষ সবখবর

মাদক ও সন্ত্রাসমুক্ত পৌরসভা গড়াই আমার প্রথম কাজ : মেয়র হাবিবুর রহমান

Link Copied!

মোঃজাকির হোসেন মাধবপুর থেকে :

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র হাবিবুর রহমান মানিক বলেছেন, ‘মাদক ও সন্ত্রাসমুক্ত করে মাধবপুরকে আধুনিক পৌরসভায় রূপান্তর করাই হচ্ছে আমার প্রথম কাজ। উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে কাজ করতে চাই। পৌরবাসীর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে যাতে পালন করতে পারি সেজন্য সবার সহযোগিতা ও দোয়া চাই।’
তিনি মঙ্গলবার দুপুর থেকে দিনব্যাপী পৌরসভার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।

ছবি : জনগণের ফুলেল ভালোবাসায় সিক্ত মাধবপুরের নবনির্বাচিত মেয়র হাবিবুর রহমান মানিক

এ সময় সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী জালাল খাঁন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল রনি, যুগ্ম আহ্বায়ক মাসুক রহমান, হাজী ফিরোজ মিয়া, বিএনপি নেতা দুলাল মিয়া, গিয়াসউদ্দিন, ইদ্রিছ আলী গেদু, ফরিদ খাঁন, মহারাজ খাঁন, হাজী অলি মিয়া, বাচ্চু মিয়া, ফারুক রানা, হাজী দুলাল মিয়া, নোয়াব মিয়া, আকবর আলী, শফিক মিয়া, বিশিষ্ট মুরব্বি আব্দুল কুদ্দুছ, সামসুউদ্দিন, হাজী মোহাম্মদ আলী, ইছব আলী, জালালউদ্দিন, ফরহাদ হোসেন খাঁন, নবনির্বাচিত কাউন্সিলর বাবুল হোসেন, শেখ জহিরুল ইসলাম, আবজাল মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, জসিম শিকদার, মশিউর রহমান মুর্শেদ, সায়েদ মিয়া ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া, যুগ্ম আহ্বায়ক জুলহাসউদ্দিন রিংকু, শেখ জাহান রনি, ছাত্রদল নেতা আমানউল্লাহসহ এলাকার কয়েক শতাধিক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। এছাড়া তার প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী এস. এম. মুসলিম ও পংকজ কুমার সাহার সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতা কামনা করেন।