ঢাকাWednesday , 1 February 2023
আজকের সর্বশেষ সবখবর

বাপা’র তৎপরতায় শহরে পুকুর ভরাট বন্ধ

Link Copied!

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র নিকট থেকে অবহিত হয়ে প্রশাসনের যথাযথ পদক্ষেপে হবিগঞ্জ শহরে একটি পুকুর ভরাট কার্যক্রম বন্ধ করা হয়েছে।

শহরের সুরবিতান ললিতকলা একাডেমী সংলগ্ন একটি পুকুর ভরাট কার্যক্রম চলছে এমন খবর পেয়ে বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বাপা’র একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে উপস্থিত হন এবং সত্যতা অবলোকন করেন। একই সাথে বাপার পক্ষ থেকে খবর পেয়ে প্রশাসনের নির্দেশে ভূমি অফিসের একজন প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভরাট কার্যক্রম বন্ধ করে দেন।

বাপা’র পক্ষ থেকে বলা হয় শহরের পুকুর- জলাশয় গুলো ক্রমাগত ভরাট হয়ে যাওয়ার কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে ফলে শুষ্ক মৌসুমে বিশুদ্ধ পানির সংকট দেখা দিচ্ছে। এছাড়াও অগ্নি নির্বাপনের জন্য প্রয়োজনীয় পানির উৎস পাওয়াও কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শহরের সবগুলো পুকুর-জলাশয় রক্ষা করা একান্ত প্রয়োজন।

পুকুর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাপা হবিগঞ্জের সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, কোষাধ্যক্ষ শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল,যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।