ঢাকাMonday , 20 March 2023

বানিয়াচঙ্গে সামান্য বৃষ্টিতেই ঘরবন্দী এলাকার মানুষ

তাপস হোম
March 20, 2023 4:39 pm
Link Copied!

সামান্য বৃষ্টিতেই কাঁচা কাদা রাস্তায় ঘরবন্দী হয়ে পড়েছে বানিয়াচং উপজেলা সদরের হাজারো মানুষ।বর্ষায় চলমান বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা।

বৃষ্টি হলেই কাঁচা রাস্তাগুলো গর্ত, খানা, খন্দক, কর্দমাক্ত ও পিচ্চিলে ভরে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরে।

ফলে বিড়ম্বনা পোহাতে হচ্ছে এলাকাবাসীর।সামনে বর্ষাকালে বাড়বে আরও ভোগান্তি।এমনই অভিযোগ স্হানীয়দের।

অথচ এমন কাঁচা রাস্তাগুলো দিয়েই স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, চাকুরীজীবি, যানবাহন সহ বিভিন্ন শ্রেনী পেশার শত-শত মানুষ বিভিন্ন কাজে প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান,উপজেলা পরিষদ ও হাটে-বাজারে চলাচল করে।

এমনকি মুমূর্ষু রোগীদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও যেতে হয় এসব রাস্তাগুলো দিয়ে।
সরেজমিনে সোমবার (২০ মার্চ) সকালে উপজেলা সদরের ১ নং উত্তর-পূর্ব ইউনিয়নের অন্তর্গত ৩ নং ওয়ার্ড,পার্শ্ববর্তী ওয়ার্ড সহ সদরের বিভিন্ন ইউনিয়নের গ্রামের ভেতরের বিভিন্ন কাচা রাস্তাগুলো দেখলে এর সত্যতা পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন “গ্রাম হবে শহর,শহর হবে রাজধানী ইহা প্রধানমন্ত্রীর স্বপ্ন।

এরই ধারাবাহিকতায় স্বাধীনতার ৫০ বছর পর দেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে তখন বানিয়াচং উপজেলা সদরের গ্রামের ভেতরের কাচা রাস্তাগুলোর এমন করুন চিত্র সত্যিই বেমানান লাগে।

এব্যাপারে বানিয়াচং এলজিইডির প্রকৌশলী মিনারুল ইসলাম বলেন, এই রাস্তাগুলো এলজিইডির আওতাভুক্ত নয়।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পদ্মাসন সিংহ বলেন,উন্নয়ন হলো একটি চলমান পক্রিয়া। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।