ঢাকাMonday , 17 January 2022
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

Link Copied!

বানিয়াচং উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক মেয়াদী কমিটি গঠিত হয়েছে।

রোববার (১৬ জানুয়ারী)  সকালে বানিয়াচং উপজেলা প্রধান শিক্ষক সমিতির আয়োজনে প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন খাঁনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন-২০২২ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান ।

প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অরুন কুমার দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন বানিয়াচংসহ বিভিন্ন উপজেলার প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

কাউন্সিল অধিবেশনে সকল প্রধান শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে প্রধান শিক্ষক ভূপেন্দ্র চন্দ্র দাশ কে সভাপতি,আসাদুজ্জামান খান কে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে সজল কান্তি গোপ নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি সাইফুল আলম,মনোয়ারা বেগম,সহসভাপতি শেখ সালাউদ্দিন, রাধাকান্ত দাস,মোঃ গোলাম মোস্তফা,শিখা ভৌমিক, মায়া রানী দাস,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ, রৌশনারা আক্তার নীলু,যুগ্ম সাধারণ সম্পাদক নিতেন্দ্র চন্দ্র দাস,শাহীনা খানম,সহ-সাধারণ সম্পাদক অপূর্ব চন্দ,পুষ্পা রাণী চকদার,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূইয়া,সহ-সাংগঠনিক সম্পাদক পিতাম্বর চন্দ,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান খান,দপ্তর সম্পাদক মাসুদ মিয়া,সহ-দফতর সম্পাদক দীপু চন্দ্র গোপ,সহ অর্থ সম্পাদক আনহারুল বিশ্বাস, ক্রীড়া সম্পাদক প্রান কৃষ্ণ বৈষ্ণব, সহ ক্রীড়া সম্পাদক জাগ্রত মোহন দেবনাথ,মিডিয়া প্রচার সম্পাদক মনিরুল ইসলাম,সহ মিডিয়া প্রচার সম্পাদক অধীর চন্দ্র দাস,মহিলা বিষয়ক সম্পাদক কাকলী ইয়াসমিন, সহ মহিলা বিষয়ক সম্পাদক বিথীকা প্রভা রায়,শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আবুল ফজল,সাংস্কৃতিক সম্পাদক কিশোর কুমার দাস,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রবীর কান্তি পাল এবং নির্বাহী সদস্যরা হলেন মৃত্যুঞ্জয় দেব,ক্ষিতিশ রঞ্জন চক্রবর্ত্তী, রামেন্দ্র চন্দ্র দাস,এম এ ওয়াহিদ, লিপি রাণী দাস,মনিকা রাণী দাস,সাজেদা বেগম,জাকিয়া আক্তার ও জিনাতুন্নেছা।