ঢাকাFriday , 25 June 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি :  হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের জেডিএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ভেষজ ও ওষুধি বৃক্ষরোপন করেছে আনসার-ভিডিপি। জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট এ এইচ এম মেহেদী হাসান এর সার্বিক দিক নির্দেশনায় এসব গাছের চারা রোপণ করা হয়।

 

শুক্রবার (২৫ জুন) সকাল ১১ টায় বিথঙ্গল জে,ডি,এম উচ্চ বিদ্যালয়ের অফিসের পাশে চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচীর সূচনা করেন ১৫নং পৈলারকান্দি ইউপি আনসার-ভিডিপির দলনেতা গোলাম কাইয়ুম চৌধুরী।

 

 

 

ছবি : বৃক্ষরোপণ করছেন আনসরা-ভিডিপি’র সদস্যরা

 

 

 

এছাড়া বিথঙ্গল প্রাথমিক বিদ্যালয়,পুলিশ ফাঁড়ি,মসজিদসহ বিভিন্ন স্থানে ফলজ, ভেষজ ও ওষুধি গাছের মোট ৩৩টি চারা রোপন করা হয়েছে। এসময়,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সদস্য ও ডেইলি টাইমডেস্ক এর সম্পাদক এম.এ কাদির বাবুল। আরও উপস্থিত ছিলেন আনসার -ভিডিপির দলনেত্রী নির্মলা সূত্রধর,আনসার সহকারী কমান্ডার জামির মিয়া,ভিডিপি সদস্য দিলিপ চন্দ্র শীল প্রমুখ।