ঢাকাTuesday , 22 November 2022
আজকের সর্বশেষ সবখবর

পচা-বাসি খাবার রাখায় হবিগঞ্জের শীর্ষ তিন রেস্তোরাঁকে জরিমানা

Link Copied!

হবিগঞ্জ শহরে তিন রেস্তোরাঁকে পচা ও বাসি খাবার সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এবং জেলা পুলিশের সহযোগীতায় শহরের কয়েকটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অপরিচ্ছন পরিবেশে রান্না, ফ্রিজে কাচা বাসি খাবার সংরক্ষণ করা সহ বিভিন্ন অপরাধে কলাপাতা রেস্টুরেন্ট কে ৫ হাজার, আইয়ুব আলী রেস্তোরাকে ৫ হাজার এবং মধুবন রেস্টুরেন্ট কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন মাসখানেক আগে শহরের পাচটি রেস্টুরেন্টের মালিক ও কর্মীদের নিয়ে ভোক্তা অধিকার হবিগঞ্জ অফিসের কার্যালয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় রেস্টুরেন্টের সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

কিছু রেস্টুরেন্ট নির্দেশনা গুলো মেনে চললেও কয়েকটি রেস্টুরেন্ট না মানায় এই জরিমানা হয়েছে। এখন থেকে রেস্টুরেন্ট গুলো নিয়মিত মনিটরিং এর মধ্য থাকবে।