ঢাকাTuesday , 14 March 2023
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ১৩৫ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

Link Copied!

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩৫ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য ল্যাপটপ বিতরণ করেছে জেলা প্রশাসক ইশরাত জাহান চৌধুরী।

(১৪ মার্চ) মঙ্গলবার দুপুরে উপজেলার ২নং বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়ন পরিষদে ল্যাপটপ বিতরণের আয়োজন করা হয়।

নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার এর সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলা।

উপজেলা ভুমি কর্মকর্তা শাহীন দেলোয়ার, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ইউপি চেয়ারম্যান আখতার হোসেন ছুবা, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম তালুকদার, জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম।

ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে ল্যাপটপ বিতরণ করা হলো তা ডিজিটাল বাংলাদেশের উপহার।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ল্যাপটপগুলো শিক্ষাব্যবস্থার অগ্রগতি তরান্বিত করবে। আগামীতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষার মাধ্যমে পুরস্কৃত করা হবে।

এর আগে জেলা প্রশাসক ইশরাত জাহান নবীগঞ্জ থানা পরিদর্শনে আসেন এসময় থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ তাঁকে ফুল দিয়ে বরণ করেন। এছাড়াও তিনি ৮নং সদর ইউপি’র প্রধানমন্ত্রী’র উপহারের ঘর নির্মাণ কাজের অগ্রগতি দেখতে পরিদর্শনে যান।