ঢাকাSaturday , 13 February 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগে : এলাকাবাসীর প্রতিবাদ

অনলাইন এডিটর
February 13, 2021 6:25 pm
Link Copied!

ছবি : কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগে।

 

মোঃ হাসান চৌধুরী : নবীগঞ্জের ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড.সঞ্জিত সেন রায়ের স্বেচ্ছাচারিতা, সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি বহির্ভুত কর্মকান্ড ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শ

নিবার বেলা দুপুরে ইনাতগঞ্জ মায়াবন মার্কেটের সামনে বিশিষ্ট মুরুব্বি আব্দুল আজিজের সভাপতিত্বে কলেজের ছাত্র আলতাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইনাতগঞ্জ গভর্নিং বডির সাবেক সদস্য আবুল কালাম আজাদ, আজবার উল্লা, তহির উদ্দিন, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাবেক সভাপতি কন্টাক্টার আজিজুর রহমান, আব্দুর রউফ, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানি, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন, যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক শেখ ফরিদ, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আজাদ শাহ জাহান, ছাত্রলীগের সহ-সভাপতি খায়রুল ইসলাম। জীবন আহমেদ,আছাব উল্লা, নোমান হোসেন,কলেজ ছাত্র কাইফু আহমেদ, শাহিনুর রহমান, জাহিদ আহমেদ, তোফায়েল আহমেদ প্রমূখ।

এ ছাড়াও এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভা শেষে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরবর্তীতে এই কমিটির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ, বিগত ১১/১১/২০১৭ ইংরেজি তারিখে ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিং বডির নির্বাচন অনুষ্টিত হয়। সরাসরি অভিভাবকদের ভোটে নির্বাচিত হন তহির উদ্দিনসহ ৪ জন সদস্য।

ওই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রজ্ঞাপন অনুসারে কমিটির মেয়াদ ছিল চার বছর। নির্বাচন অনুষ্টিত হওয়ার পর কমিটির অনুমোদন হয় ১১ জানুয়ারী ২০১৮। মেয়াদ কাল শেষ হওয়ার কথা ১০ জানুয়ারী ২০২২ইং। পরবর্তীতে গভর্নিংবডির প্রথম সভায় অধ্যক্ষ জানান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কমিটির মেয়াদ দুই বছর অনুমোদন হয়ে আসছে।

নির্বাচিত সদস্যরা জানান কমিটির মেয়াদতো চার বছর হওয়ার কথা। তখন অধ্যক্ষ তাদের জানান দুই বছর পূর্ণ হবার পর আবার কমিটি নবায়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবো। কিন্তু কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ার আগেই অধ্যক্ষ ঘোষণা দেন কমিটির মেয়াদ শেষ এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন দিতে হবে। পরে তিনি নির্বাচনের তপশিল ঘোষণা করেন এবং ১৫/১২/২০১৯ ইং তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়।

তাছাড়া, বিগত ৯/১০ মাস ধরে নতুন নির্বাচিতদেরকে এমনকি গভর্নিংবডির সদস্যদের কোন কিছু না জানিয়ে কলেজের যাবতীয় কর্মকান্ড তিনি নিজে একাই পরিচালনা করে আসছেন। এমনকি অধ্যক্ষর বিরুদ্ধে কলেজের অর্থ কেলেংকারী, শিক্ষক ও তৃতীয় কর্মচারীদের মধ্য গ্রপিং, ২/৩ জন শিক্ষক নিয়ে ভর্তি বানিজ্য, কলেজের প্রতিষ্ঠাতা ও দাতা অথবা অভিভাবকদের সাথে যথাযথ সম্মান প্রদর্শন না করারও অভিযোগ রয়েছে।

ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিংবডির সদস্য বৃন্দসহ এলাকাবাসী হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আজিজুল হককে আহবায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আহবায়ক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আজিজুল হক গত ২৭ জানুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় কলেজে উপস্থিত হয়ে উভয় পক্ষের সাক্ষ নিয়েছেন।

এ ব্যাপারে কমিটির আহবায়ক ডা: আজিজুল হক জানান, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সঞ্জিত সেন রায়ের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি বহির্ভূত কর্মকান্ড ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তদন্তে উভয় পক্ষের সাক্ষ নিয়েছি। তদন্ত চলমান রয়েছে।