ঢাকাSaturday , 6 November 2021

নবীগঞ্জে ‘করুণাময় সরকার গণগ্রন্থাগার’ এর উদ্বোধন

Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি :  নবীগঞ্জ উপজেলার ১নং (পঃ) বড় ভাকৈর ইউনিয়নের চরগাঁও গ্রামে ‘করুণাময় সরকার গণগ্রন্থাগার’ এর উদ্বোধনী উপলক্ষে শুক্রবার (৫নভেম্বর) বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক মেম্বার সোনামণি সরকারের সভাপতিত্বে ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজু।

ছবি : নবীগঞ্জের চরগাঁও গ্রামে ‘করুণাময় সরকার গণগ্রন্থাগার’ এর উদ্বোধন করা হয়েছে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিত দাশ, আওয়ামীলীগ নেতা ও তরুণ সমাজসেবক রূপক চন্দ্র দাশ, সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী রঙ্গলাল দাশ, বিবিয়ানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানুমণি সরকার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুক্রতী রাণী দাশ, ছাত্রনেতা অনির্বান নাগ, সাবেক মেম্বার সূর্যকান্ত সরকার, ডা. কেশব সরকার, মেম্বার পদপ্রার্থী কৃষ্ণ বিশ্বাস, কানাই বিশ্বাস, মোঃ বীর মিয়া, ‘করুণাময় সরকার গণগ্রন্থাগার’ এর উদ্যোক্তা রেভা রাণী সরকার, সভাপতি বিধান সরকার, সমীরণ বিশ্বাস, ফুলেন সরকার, ইসকন্দর মিয়া, ধীরেশ দাশ প্রমুখ।
বক্তারা বলেন- প্রত্যন্ত অঞ্চলে গণগ্রন্থাগার প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিক্ষা-সংস্কৃতি আরও একধাপ এগিয়ে যাবে। আনুষ্ঠানিক শিক্ষার বাইরে গণগ্রন্থাগারের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জ্ঞানার্জনের সুযোগ সৃষ্টি হয়েছে।
সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের গণগ্রন্থাগারের উন্নয়নে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান পদপ্রার্থী রঙ্গলাল দাশ পাঁচ হাজার টাকা নগদ অর্থ গ্রন্থাগারে অনুদান হিসেবে প্রদান করেন।