ঢাকাTuesday , 24 January 2023
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ভোক্তা অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় দিনব্যাপী ভোক্তা অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদারের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর ।

আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)আফিয়া আমিন পাপ্পা।

উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার হোটেল মালিক,সুশীল সমাজ ও সাংবাদিকদের নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা মুলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসময় আলোচকগণ সকল কে সরকারি বিধিনিষেধ ও ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা করা বিষয়ে দীর্ঘ আলোচনা করেন।

এতে উপজেলার বিভিন্ন বাজারের হোটেল মালিক ও সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহন করেন।

এসময় হোটেল মালিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাংবাদিকগণের পক্ষে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম,মানবজমিন প্রতিনিধি নুরুল আমিন প্রমুখ।