ঢাকাSunday , 22 May 2022
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা

Link Copied!

চা শ্রমিক দিবস (মুল্লুক চল আন্দোলন) স্মরণে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২২ মে (রবিবার) সকাল ১১ টায় চুনারুঘাট উজেলার পদক্ষেপ গণপাঠাগারে এক আলোচনা সভার আয়োজন করা হযেছে।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার সংগঠক ময়না রবিদাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি আ ক ম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল রায়, ধামালী চুনারুঘাটের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মোস্তাক বাহার, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন লস্করপুর ভ্যালীর সহসভাপতি উজ্জদা পাইনকা, চা শ্রমিক ফেডারেশের উপদেষ্টা শফিকুল ইসলাম, ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ধনু মিয়া,ববাসদ (মার্কসবাদী) চুনারুঘাট উপজেলার সমন্বয়ক এম এ মালেক, সদস্য কাউসার খসরু।

উপস্থিত ছিলেন- চা শ্রমিক ফেডারেশের সংগঠক বুদ্ধেশ্বর রাজবংসী, শিবলাল রবিদাস প্রমূখ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, আরব আলী, সাংবাদিক আজিজুল হক নাছির, মো বাবরু মিয়া, জাহির মিয়া, আব্দুল আলী, গনি মিয়া, হেলাল মিয়া, সাধন কালেন্দী, অঞ্জলী তন্তবায় ভেলু, গোপি তাঁতী প্রমূখ।

সভায় চা শ্রমিকদের দৈনিক মজুরী পাঁচশত টাকা, ভূমির অধিকার, শিক্ষা এবং সুচিকিৎসার অধিকার নিশ্চিত করার দাবী জানানো হয়।