ঢাকাMonday , 26 July 2021
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে কঠোর লকডাউনে ১২ মামলা অর্থদণ্ড প্রদান

Link Copied!

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :  হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সরকারি ভাবে কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের ভ্রম্যমান আদালতে ১২ মামলা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ। সার্বিকভাবে সহযোগীতা করে বাংলাদেশ সেনাবাহিনীর টিম ও থানা পুলিশ।

ছবি : অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ

উপজেলা প্রশাসন কর্তৃক সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আজ ২৬ জুলাই ২০২১ তারিখ সকাল ১১টা  হতে দুপুর পর্যন্ত চুনারুঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় অভিযান পরিচালনা করে ১২টি মামলায় ২,৭০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উক্ত আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
এ সময়ে সকলকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের  না হতে এবং সার্বক্ষণিক মাক্স পরিধান করার জন্য  অনুরোধ করা হয়।