নুরুজ্জামান মানিক
নির্বাহী সম্পাদক
বঙ্গবন্ধু কর্তৃক ঘোষিত আন্দোলনের কর্মসূচি অনুযায়ী সচিবালয়সহ সারা দেশে সকল সরকারি ও আধা সরকারি অফিস, হাইকোর্ট ও জেলা কোর্ট প্রভৃতিতে সর্বাত্মক হরতাল পালিত হয়। বঙ্গবন্ধু যেসব সরকারি অফিস খুলে রাখার নির্দেশ দিয়েছেন, কেবল সেসব অফিস চালু থাকে। বঙ্গবন্ধু ও মওলানা ভাসানীর মধ্যে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত ছাত্রলীগ ও ডাকসুর নেতৃত্বে গঠিত ‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংগ্রাম পরিষদ’-এর ছাত্রসভায় গৃহীত ‘স্বাধীন বাংলাদেশ’ ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়। বিকেলে পল্টনের বিরাট এক জনসভা থেকে মজলুম জননেতা মওলানা ভাসানী পাকিস্তানিদের উদ্দেশে ‘লাকুম দীনুকুম ওয়ালি ইয়া দীন’ উচ্চারণ করে বলেন, ‘তোমরা পশ্চিম পাকিস্তানের শাসনতন্ত্র রচনা করো, আমরা আমাদের শাসনতন্ত্র রচনা করব। তিনি আন্দোলনের ১৪ দফা কর্মসূচি ঘোষণা করেন। জনসভা থেকে জননেতা আতাউর রহমান খান শেখ মুজিবের প্রতি জাতীয় সরকার ঘোষণার দাবি জানিয়ে বলেন, ‘আজ স্বাধীনতার প্রশ্নে আমাদের মাঝে আর কোনো কোন্দল, অনৈক্য বা ভুল-বোঝাবুঝি অবশিষ্ট নেই। দেশের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবের কাছে পশ্চিমা শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে চায় না। তারা ভানুমতির খেল শুরু করেছে এবং ষড়যন্ত্রের জাল ফেলেছে চারদিকে। এ জাল ছিন্ন করে বাঙালি জাতি বের হয়ে আসবেই।’ জাতিসংঘের মহাসচিব উথান্ট প্রয়োজনে পূর্ব পাকিস্তান থেকে জাতিসংঘের স্টাফ ও তাদের পরিবারবর্গকে প্রত্যাহারের জন্য ঢাকাস্থ জাতিসংঘের উপ-আবাসিক প্রতিনিধিকে নির্দেশ দেন। জাপানের পররাষ্ট্র দপ্তর পূর্ববঙ্গে অবস্থিত তার দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য সামরিক বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়। ঢাকার সায়েন্স ল্যাবরেটরি থেকে কিছু বিস্ফোরক দ্রব্য খোয়া যায়।