নুরুজ্জামান মানিক,নির্বাহী সম্পাদক।।
ঢাকায় খাজা খয়েরউদ্দিনকে আহ্বায়ক করে ১৪০ সদস্যবিশিষ্ট নাগরিক শান্তি কমিটি গঠন করা হয়। ময়মনসিংহের মধুপুরে পাকিস্তানি বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ সংগঠিত হয়। মুক্তিযোদ্ধারা নোয়াখালীর নাথের পেটুয়া স্টেশনের কাছে একটি ফরোয়ার্ড ডিফেন্স স্থাপন করে।
সিলেট বিমানবন্দর ও লাক্কাতুরা চা-বাগান এলাকা ব্যতীত পুরো সিলেট মুক্তিযোদ্ধাদের দখলে চলে আসে। মেজর মীর শওকত, নায়েক তাহেরসহ ১০ জন সৈনিক সকাল সাড়ে আটটায় কালুরঘাট থেকে এক মাইল উত্তরে পাকিস্তানি বাহিনীর ঘাঁটি কৃষি ভবন আক্রমণ করেন। উভয় পক্ষের তুমুল যুদ্ধে পাকিস্তানি বাহিনীর একজন ক্যাপ্টেন ও সুবেদারসহ ২০ জন নিহত হয়। বাকিরা কৃষি ভবন ছেড়ে শহরে চলে যেতে বাধ্য হয়। বেনাপোল সীমান্তে মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি বাহিনীর সারা দিন যুদ্ধ চলে। পাকিস্তানি বাহিনী নড়াইল মহকুমা শহরে বিমান হামলা চালায় এবং নড়াইল শহর দখল করে নেয়।অধ্যাপক গোলাম আযম রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্র থেকে এক ভাষণে বলেন, ভারত সশস্ত্র অনুপ্রবেশকারী প্রেরণ করে কার্যত পূর্ব পাকিস্তানের দেশপ্রেমকে চ্যালেঞ্জ করছে।