৯৯৯ ফোন করার পর পুলিশের সহায়তায় গেইট অপসারণ করল ফায়ার সার্ভিস - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 14 March 2021

৯৯৯ ফোন করার পর পুলিশের সহায়তায় গেইট অপসারণ করল ফায়ার সার্ভিস

Link Copied!

জালাল উদ্দিন লস্করঃ   ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে উপজেলা কমপ্লেক্সের একটু দূরে দীর্ঘদিন ধরে  রাস্তার দুইপাশ জুড়ে থাকা জরাজীর্ণ তোড়নটি গতকাল শনিবার (১৩মার্চ ) সন্ধ্যায় খারাপ আবহাওয়ায় দমকা বাতাসে ভেঙ্গে পড়ার উপক্রম হয়।রাস্তায় চলাচলকারী যানবাহন বা পথচারীর উপর তোড়নটি ভেঙ্গে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে ভেবে ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানান মাধবপুর পৌর এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী বরকত আলী।বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে ট্রিপল নাইনের পক্ষ থেকে পুলিশের সাথে কথা বলে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনকে অবগত করা হয়।

 

ছবি : অবশেষে ৯৯৯ ফোন করার পর মাধবপুরে তোরণ অপসারণ করল পুলিশ

 

 

১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ এসে অর্ধভগ্ন তোরণটি রাস্তা থেকে অপসারন করে বলে বরকত আলী জানান।এই সুন্দর সেবা ব্যবস্থা চালু করায় বরকত আলী বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন অফিসার মনতোষ মল্লিক জানান থানা পুলিশের সহায়তায়  আমরা দ্রুততার সাথে  অপসারণ কাজ সম্পন্ন করতে সক্ষম হই।এই কর্মকর্তা একইসাথে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাধবপুর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়