আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি;
বীরশ্রেষ্ঠ = ৭ জন
বীর উত্তম= ৬৯ জন
বীর বিক্রম = ১৭৫ জন
বীর প্রতীক = ৪২৬ (মহিলা=২, নিখোঁজ= ৫৪ জন)
সর্বমোট খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ৬৭৭ জন।
(তথ্যসূত্র: সরকারী গেজেট ১১ মার্চ ২০০৪ এ প্রকাশিত)।
আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি?
কাউকে অসম্মান কিংবা ছোট করছি না। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে
আমাদের অনেক অনসাং হিরো আছেন যাদের কথা আমরা জানিই না কিন্তু
তাঁরা দিয়ে গেছেন তাদের জীবনের সেরাটা! বিনম্র শ্রদ্ধা রইলো সেই
আনসাং হিরোদের জন্য।
কিন্তু এই যে উপরের ৬৭৭ জন লিষ্টেড ও ডকুমেন্টেড মহান মুক্তিযোদ্ধারা আছেন তাদের নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় কেমন কাজ
করেছে? এই যেমন ধরেন, তাদের জীবনী ও মহান মুক্তিযুদ্ধে তাঁদের ভূমিকাম কি কোন বই আকারে লিপিবদ্ধ করা আছে?
তাদের জীবন কাহিনী ও মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে কি একটা ফিল্ম করা যেত না? একেকজনের একেক পর্ব হলেও তো ৬৬৭ পর্বের একটা ডকুমেন্টারী করা যায়! যায় না? আমার দেখা সবচেয়ে বড় টার্কিশ টিভি সিরিজ এটাও ৬৫০ পর্বের বেশী না। কিন্তু একটু ভেবে দেখুন… আমরা যদি লেজার দিয়ে মুজিবের ভূত নামিয়ে কোটি কোটি টাকা খরচ না করে এই দিকে
একটু টাকা পয়সা খরচ করতাম তাহলে আগামী প্রজন্মের জন্য রেখে যেতে পারতাম একটা বিশাল মুক্তিযুদ্ধের পান্ডুলিপি কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে দেশের সবচেয়ে বড় টিভি সিরিজ।
বিশ্বাস করেন; মুক্তিযুদ্ধের এই হিরোরা যদি অন্য কোন দেশে জন্য হতো তাহলে তাদের প্রত্যাককে নিয়ে একটা করে মুভি করতেন সেই দেশের পরিচালকেরা! লেখকরা লিখতেন তাদের নিয়ে বিশাল বিশাল পান্ডুলিপি। অথচ আমাদের পরিচালকরা নাকি মুক্তিযুদ্ধ নিয়ে ছবি তৈরী করতে স্ক্রিপটই খোঁজে পান না! অথচ হাতের কাছেই আছে এক রত্ন ভান্ডার শুধু সঠিক মানুষটির অপেক্ষা যিনি এই হিডেন জ্যামগুলোকে খনি থেকে তুলে এনে ধরবেন প্রজন্মের সামনে। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এমন কোন মুভি আছে যা দেখলে নতুন প্রজন্মের যে কেউ ৭১ সম্পর্কে সঠিক স্পষ্ট ধারনা পাবে? মনে মুক্তিযুদ্ধ নিয়ে তার কোন কনফিউশন থাকবে না? এই মুভি দেখলে সে পেয়ে যাবে মুক্তিযুদ্ধ নিয়ে তার মনের সব প্রশ্নের উত্তর? আছে এমন কোন মুভি?
আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এমন কোন একাডেমিক বই আছে যা পড়লে আনবায়াসড সঠিক ৭১ সম্পর্কে তথ্য জানা যাবে? মুক্তিযুদ্ধ নিয়ে যেই যখন যা লিখেছেন তিনি তার মতাদর্শ থেকে লিখেছেন! এক্ষেত্রে তিনি স্বাধীন হতে পারেননি!
বিশ্বের মহান নেতা শেখ মুজিবকে নিয়ে একাডেমিক কোন গ্রন্থ আছে? (এটা আমাদের মাশরুফ ভাইয়ের হাহাকার কারণ হাভার্ডে পড়াকালীন সময়ে উনার শিক্ষক এমন একটা কিছু চেয়েছিলেন তিনি দিতে পারেননাই!) এর চেয়ে লজ্জার আর কি আছে? বিশ্বের মহান নেতা অথচ একাডেমিক লেভেলের একটা আত্মজীবনী নাই!!
মাদাম তুসাদ; বিশ্বের সবচেয়ে বড় ওয়াক্স মিউজিয়াম। এখানে গেলে দেখতে পাবেন বিশ্বের সকল কালের সর্বসেরা ব্যক্তিদের যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইত্যাদি। লন্ডনের মাদাম তুসাদে ৪/৬ বার ঘুরতে গেছি কিন্তু প্রতিবার ঘুরাটাই অসম্পুর্ন মনে হয়েছে কারণ ওখানে ইন্ডিয়ার সালমান, শাহরুখ, মাধুরী, গান্ধী জী ও পাকিস্তানের জাতির পিতা তাদেরও প্রতিকৃতি আছে অথচ নাই আমাদের মহান নেতা তথা বিশ্ব নেতা শেখ মুজিব! আমি শিউর লন্ডনের এই মিউজিয়ামে বর্তমান লীগের অনেক নেতারাই ঘুরে গেছেন কিন্তু তাদের মনে কি কখনো প্রশ্ন জাগে নাই আমাদের মহান নেতা শেখ মুজিব কেন অনুপস্থিত এখানে? ভাই দুর্নীতি তো অনেক করেন এবার না হয় দুর্নীতি করে হলেও মাদাম তুসাদে বিশ্ব নেতা শেখ মুজিবের একটা প্রতিকৃতি বসান, শেখ মুজিবকে তুলে ধরুন স্বগৌরবে আন্তর্জাতিক পরিমন্ডলে। আগামী প্রজন্ম মুজিবকে জানুক, বিশ্ব জানুক আমাদেরও একজন মুজিব ছিল।
অথচ এসব কাজের কাজ কিছুই হয়নি হয়েছে আকাজ। মুক্তিযুদ্ধ নিয়ে হয়েছে বিভাজন ফলে শেখ মুজিবকে বিশ্ব নেতা করতে পারলেও আমাদের মহান নেতা জাতির পিতা হিসাবে আজও প্রতিষ্ঠিত করতে পারিনি! পারিনি তাঁর আদর্শ ধারন করতে।
লেখক: সুমন দেব নাথ।লন্ডন প্রবাসী সাংবাদিক ও অনলাইন এক্টিভিষ্ট।