ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জের দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম । মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন- ১৯৭১ সালের ৭ই মার্চ বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি অবিস্মরণীয় দিন। এই দিনে তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন।
বঙ্গবন্ধু তাঁর বজ্রনির্ঘোষ কণ্ঠে বলেন, ‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। এই ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু পাকিস্তা শাসকগোষ্ঠীর অত্যাচার-নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনরত নিরস্ত্র বাঙালি জাতিকে মুক্তির মহান মন্ত্রে উজ্জীবিত করেন।
তিনি আরো বলেন- বঙ্গবন্ধুর সাহসী ও ত্যাগের কারণে দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মদের মাঝে জাগ্রত করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে সকলে মিলে কাজ করতে হবে। আমরা সোনার বাংলাদেশে সোনার মানুষ হতে চাই।
বিশ্বমানের বাংলাদেশ তৈরি করতে চাই। এজন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা উদ্যোগ ও সাহস। এসবের অগ্রযাত্রায় আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা সবসময় অগ্রণী ভুমিকা পালন করছে। শ্রদ্ধা নিবেদনের সময় দলীয় নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।