বানিয়াচং সুফিয়া মতিন মহিলা ডিগ্রি কলেজে উপবৃত্তি আবেদন ফরমের জন্য একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে কলেজ অধ্যক্ষ সুলতান আহমেদ ভুইয়ার বিরুদ্ধে।
খোঁজ নিয়ে যায়, একাদশ শ্রেণীর ৩২০ জন শিক্ষার্থীর কাছ থেকে আবেদন ফরম বাবদ নেয়া হয়েছে ৫০ টাকা করে। অথচ যেখানে ৪ পাতার এই ফরম স্থানীয় ফটোকপির দোকান থেকে মাত্র ৬ টাকা বা ৮টাকা দিয়ে কিনতে পাওয়া যায় সেখানে তাদের কাছ থেকে নেয়া হয়েছে ৫০ টাকা। আবেদনের ফরম নামে মোট ১৬হাজার টাকা হাতিয়ে নিয়েছেন অধ্যক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে একাদশ শ্রেণীর অনেক শিক্ষার্থীরা জানান,আমরা এমনিতেই আর্থিকভাবে অস্বচ্ছল। তারপর উপবৃত্তির আবেদনের জন্য ফরম কিনতে আমাদের কাছ থেকে ৫০টাকা করে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। কি করবো বাধ্য হয়ে আমাদের দিতে হচ্ছে।
সুত্র জানায়,শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া এই বাড়তি টাকা কলেজ ফান্ডে জমা না করে অধ্যক্ষসহ অফিস স্টাফরা ভাগাভাগি করে নিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী থেকে প্রধানমন্ত্রী’র শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির ফরম বিতরণ ও জমাদানের কার্যক্রম শুরু হয়েছে।
এই বিষয়ে কলেজ অধ্যক্ষ সুলতান আহমেদ ভুইয়ার সাথে কথা হলে তিনি জানান,আবেদনের ফরম ৪ পাতার। আর এগুলো কাজ করতে অনেক ঝামেলা পোহাতে হয়। দিতে হয় অনেক শ্রম। আর শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া টাকা আমাদের কমিটিতেই জমা থাকে।
বিস্তারিত জানতে সুফিয়া মতিন মহিলা ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান,বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখবো।
প্রসঙ্গত, সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ ভুইয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রবেশপত্র প্রদান,বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়া, কলেজ গভর্নিংবডির সভাপতির সাথে অসদাচরণ,কলেজ ফাউন্ডারকে নিয়ে বিশ্রি মন্তব্য,সভাপতিকে না জানিয়ে কলেজ শিক্ষার্থীদের পোষাক বদল,আইডি কার্ডের নাম করে টাকা আদায়, শিক্ষার্থীদের বেতনের রশিদ না দেয়া,ভ্রমন বিলের নামে ভুয়া ভাউচার করে কলেজ ফান্ড থেকে টাকা নেয়া,ঠিকমতো কলেজে না আসাসহ অসংখ্য অভিযোগ রয়েছে।
তাছাড়া কলেজের আর্থিক অনিয়মে তার বিরুদ্ধে আভ্যন্তরীন অডিটসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অডিট বর্তমানে চলমান রয়েছে।