৫ কেজি গাঁজাসহ শায়েস্তাগঞ্জে দুই মাদক ব্যবসায়ী আটক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 30 July 2020
আজকের সর্বশেষ সবখবর

৫ কেজি গাঁজাসহ শায়েস্তাগঞ্জে দুই মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

মোঃ খায়রুল ইসলাম সাব্বির : হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল চৌকস পুলিশকে নিয়ে উপজেলার দক্ষিন লেন্জাপাড়া এলাকায় এক অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।

 

ছবি: আটক দুই মাদক ব্যবসায়ী এমরান মিয়া (২১) ও জুয়েল মিয়া (২৯)

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১ ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। আটককৃতরা হলো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুঠিরগাও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে এমরান মিয়া (২১) ও শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের আব্দুল করিম মধু মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৯)।

অপরদিকে মাদক মামলার পলাতক আসামী শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দক্ষিন লেন্জাপাড়ার আব্দুল হামিদের ছেলে মোঃ শাহিন মিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল মামুন “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা থেকে মাদক নিয়ে এসে অনেক জায়গায় পাঁচার করে যুবক সমাজ নষ্ট করছে তারা। উদ্ধারকৃত গাজার আনুমানিক মুল্য ২০ হাজার টাকা হবে।