৩য় বারের মত হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত হলেন বানিয়াচং থানার মোঃ শামসুল ইসলাম। সোমবার(৯ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের মাসিক কল্যান সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন,চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা তামিল,মাদক উদ্ধার,ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা প্রদানসহ অভিন্ন মানদণ্ডের আলোকে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি নিকট হতে ২০২২ সালের এপ্রিল মাসের শ্রেষ্ঠ এসআই এর সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন বানিয়াচং থানার এসআই শামসুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মাহফুজা আক্তার শিমুল,অতিরিক্ত পুলিশ সুপার(বানিয়াচং সার্কেল)পলাশ রঞ্জন দে,বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।