মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে বিশেষ অবদান রাখায় ৩য় বারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান এবং হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।
গত বৃহস্পতিবার (২১জুলাই) সকাল ১১ টার দিকে সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্মাননা গ্রহণ করেন মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।
সিলেট বিভাগের পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ লুৎফুন্নাহার জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা সিলেট বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) মোঃ কুতুব উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবীরসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম বলেন, এই অর্জন হবিগঞ্জবাসীর। এই অর্জন জনগণের। আমি শুধু কাজ করতে চেষ্টা করছি।
উল্লেখ্য, গত ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ বছরেও পরপর দুইবার তিনি সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন ।