ঢাকাSaturday , 28 March 2020
আজকের সর্বশেষ সবখবর

২৮ মার্চ ১৯৭১

অনলাইন এডিটর
March 28, 2020 11:25 am
Link Copied!

নুরুজ্জামান মানিক,নির্বাহী সম্পাদক।।

সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরে কারফিউ শিথিল করা হয়। রাতে চট্টগ্রামের স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধে সাহায্যের জন্য পুনরায় বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়। জীবননগরে মহড়ারত প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল রেজাউল জলিলের কাছে নির্দেশ আসে যশোর সেনানিবাসে ফিরে যাওয়ার জন্য। সে অনুযায়ী লে. কর্নেল জলিল তার প্রথম বেঙ্গল ব্যাটালিয়ন নিয়ে সব অস্ত্রসহ যশোর সেনানিবাসে চলে যান। দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের প্রধান মেজর এম এ ওসমান চৌধুরী বেলা ১২টার মধ্যে সীমান্তের সব কোম্পানিকে চুয়াডাঙ্গার ইপিআর সদর দপ্তরে রিপোর্ট করতে বলেন। কুষ্টিয়া আক্রমণের পরিকল্পনানুযায়ী একটি কোম্পানি ঝিনাইদহ পাঠিয়ে দেওয়া হয়। কোম্পানিটি যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে। পাকিস্তানি নৌবাহিনী বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ করে। নৌবন্দর এলাকায় পাকিস্তানি নৌবাহিনী বাঙালি নৌসেনাদের নিরস্ত্র করে হত্যা করে। ঢাকার ওপারে জিঞ্জিরা দখল নিয়ে পাকিস্তানি বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের গোলাগুলি হয়। যশোর, দিনাজপুর, কুষ্টিয়ার দখল প্রতিষ্ঠা নিয়ে তীব্র সংঘর্ষ হয়। দেশের তিন-চতুর্থাংশ এলাকা স্বাধীনতাসংগ্রামীদের নিয়ন্ত্রণে থাকে। ময়মনসিংহ থেকে মেজর নূরুল ইসলাম ঢাকায় বেতারযোগে সংবাদ প্রেরণ করেন যে সেখানে ইস্ট পাকিস্তান রাইফেলসের পাকিস্তানি সৈন্যরা বাঙালি সৈনিকদের আক্রমণ করেছে। সংবাদ পেয়ে মেজর কে এম সফিউল্লাহ মেজর নূরুল ইসলামকে সাহায্য করার জন্য সৈন্য নিয়ে সেদিকে অগ্রসর হন। পাকিস্তান মুসলিম লীগের সভাপতি খান আবদুল কাইয়ুম খান পেশোয়ারে বলেন, আওয়ামী লীগের ছয় দফা ছিল বিচ্ছিন্নতাবাদের কর্মসূচি এবং একটি সুস্পষ্ট দেশদ্রোহী কার্যকলাপ। তিনি বলেন, সম্প্রতি ঢাকা সফরকালে আমরা যা দেখেছি তা হলো, উন্মুক্ত বিদ্রোহ। এ পরিপ্রেক্ষিতে সামরিক বাহিনীর গৃহীত ব্যবস্থা অত্যন্ত সঠিক ও সময়োপযোগী এবং ন্যায়সংগত হয়েছে। কালুরঘাটস্থ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ক্যাপ্টেন ভূঁইয়া অস্ত্রশস্ত্র নিয়ে সকলেকে লালদীঘিতে একত্র হতে আহ্বান জানান। সঙ্গে সঙ্গে চবির তৎকালীন ভিসি ড. এ আর মল্লিক টেলিফোনে তার আপত্তি তুলে ধরেন। ভিসি বলেন, এই খবরের পর একত্র হলে সমূহ বিপদ আছে। বিমান হামলার আশঙ্কা আছে। তিনি সমাবেশ স্থগিত রাখার পরামর্শ দেন। ফলে সমাবেশ বন্ধ করা হয়। পরে সেখানে বিমান হামলা হয়।