নুরুজ্জামান মানিক
নির্বাহী সম্পাদক
সকালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ২৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করে বলেন, পাকিস্তানের উভয় অংশের নেতৃবৃন্দের মধ্যে আলোচনাক্রমে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের পরিবেশ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির জন্য ২৫ মার্চের অধিবেশন স্থগিত রাখা হয়েছে। এ ঘোষণার আগে সকালে রমনার প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু ও ভুট্টো আলোচনা বৈঠকে মিলিত হন। বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাবেক সৈনিকদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাবেক সৈনিক ছাড়াও ছুটিতে অবস্থানরত চাকরিরত সৈনিকেরা পোশাক পরে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেনারেল (অব.) মজিদ। সভা পরিচালনা করেন কর্নেল (অব.) ওসমানী। সমাবেশে দেশের আসন্ন স্বাধীনতাযুদ্ধে অংশ নেওয়ার জন্য উপস্থিত সবাই শপথ নেন। জেনারেল (অব.) মজিদ বলেন, আমরা সৈনিক। কথার চাইতে কাজে বেশি বিশ্বাস করি।