নুরুজ্জামান মানিক
নির্বাহী সম্পাদক
সকাল থেকেই রেডিওতে ঘোষণা হচ্ছিল, সামরিক জান্তা ইয়াহিয়া দুপুর ১টায় দেশবাসীর উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। কিন্তু বেলা ১টা ৫ মিনিটে ভাষণের বদলে প্রচারিত হলো ঘৃণ্য বিবৃতি : পূর্ব ও পশ্চিমাঞ্চলের নেতাদের দুঃখজনক মতবিরোধের কারণে পরবর্তী তারিখ ঘোষণা না করা পর্যন্ত জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত রাখা হলো। সেই মুহূর্তে অধিবেশন স্থগিত করার ঘোষণা জনতার পক্ষে মানা সম্ভব ছিল না। প্রতিবাদের বিক্ষুব্ধ ঢেউয়ে গোটা পূর্ব পাকিস্তান যেন ডুবে গেল। ঢাকার মানুষ তখন রাস্তায়।
সবাই ছুটছেন মতিঝিল হোটেল পূর্বাণীর দিকে। ঢাকা স্টেডিয়ামে বিসিসিপি ও আন্তর্জাতিক একাদশের মধ্যে অনুষ্ঠানরত ক্রিকেট ম্যাচ ভণ্ডুল হয়ে যায়। দর্শকরা স্টেডিয়াম থেকে বের হয়ে মিছিলে শরিক হন। মিছিলগুলো আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে নির্দেশ লাভের জন্য মতিঝিলস্থ হোটেল পূর্বাণীর দিকে অগ্রসর হতে থাকে। সেদিন মতিঝিল-দিলকুশা এলাকার পূর্বাণী হোটেলে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক করছিলেন। বিক্ষুব্ধ ছাত্ররা সেখানে গিয়ে ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’ ইত্যাদি স্লোগানে মুখর করে তোলে গোটা এলাকা।
শেখ মুজিব ৬ দিনব্যাপী এক কর্মসূচি ঘোষণা করলেন। এতে ছিল পরদিন ২ মার্চ ঢাকায় হরতাল, ৩ মার্চ সারা দেশে হরতাল এবং ৭ মার্চ ঢাকায় জনসভা। জাতীয় অধিবেশন স্থগিতের খবর প্রচারের সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিটি হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। ছাত্র ইউনিয়ন সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিকেলে ঐতিহাসিক পল্টন ময়দানে ছাত্রলীগের উদ্যোগে এক স্বতঃস্ফূর্ত জনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় তোফায়েল আহমেদ ঘোষণা করেন,‘আর ৬ দফা ও ১১ দফা নয়, এবার বাংলার মানুষ ১ দফার সংগ্রাম শুরু করবে। আর এই এক দফা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা।
বাঁশের লাঠি ও লোহার রডধারী হাজার হাজার জনতার উদ্দেশে তিনি বলেন, আজ আমরাও শপথ নিলাম, বাংলাদেশের স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ সুশৃঙ্খল সংগ্রাম অব্যাহত থাকবে। ডাকসুর ভিপি আ স ম আবদুর রব বলেন, স্বাধীনতার সংগ্রাম সহজ নয়। এজন্য আমাদের চরম আত্মত্যাগের প্রস্তুতি নিতে হবে। এই সমাবেশে ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী, এমএনএ আবদুল মান্নান ও সিরাজুল আলম খানও উপস্থিত ছিলেন।