১ এপ্রিল ১৯৭১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 1 April 2020
আজকের সর্বশেষ সবখবর

১ এপ্রিল ১৯৭১

Link Copied!

নুরুজ্জামান মানিক
নির্বাহী সম্পাদক।।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও পাহাড়ের ওপর অবস্থানকারী পাকিস্তানি বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সংঘাত মারাত্মক আকার ধারণ করে। তীব্র আক্রমণের মুখে মুক্তিযোদ্ধাদের অবস্থান ছেড়ে দিতে হয় এবং রাতে মুক্তিযোদ্ধারা কালুরঘাটে চলে আসে। সন্ধ্যায় ইপিআরসহ মুক্তিযোদ্ধারা টাঙ্গাইল থেকে নাটিয়াপাড়া গিয়ে ঘাঁটি স্থাপন করে। সিনেটর এডওয়ার্ড কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে পাকিস্তান কর্তৃক সামরিক সাহায্য চুক্তির শর্তাবলি লঙ্ঘনের কথা উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রের সরকার ও জাতিসংঘকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও মানবিক সমস্যাগুলোর সমাধানকল্পে উদ্যোগ গ্রহণের আহবান জানান। যুক্তরাজ্যের কমন্সসভার সদস্য রাসেল জন্সটন লন্ডনে এক বিবৃতিতে পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের স্বাধীনতার দাবি এবং পাকিস্তান সরকারের হত্যাযজ্ঞকে উপেক্ষা না করে ব্রিটেনকে কমনওয়েলথের প্রবীণ সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা গ্রহণের আহবান জানান। চট্টগ্রাম রেলওয়ে বিল্ডিং এলাকাতে পাকিস্তানি বাহিনীর সাথে ইপিআর বাহিনীর সংঘর্ষ বাধে। নায়েব সুবেদার মোহাম্মদ আলী আকবরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বগুড়ার আড়িয়াল বাজারে অবস্থিত পাকিস্তানি বাহিনীর ‘অ্যামুনিশন-ডাম্প’ আক্রমণ করে। এতে পাকিস্তানি বাহিনীর একজন ক্যাপ্টেনসহ ২৪ জন সৈন্য ও তাদের পরিবার আত্মসমর্পণ করে। বগুড়া সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয়। ইপিআরের মেজর আবু ওসমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর কাছ থেকে কুষ্টিয়াকে মুক্ত করে। এই যুদ্ধে পাকিস্তানি বাহিনীর মেজর শোয়েব, ৩ জন জুনিয়র অফিসার ও ২০০ জন জওয়ান নিহত হয়। অন্যদিকে দুজন মুক্তিযোদ্ধা আহত হয়। রাতে ক্যাপ্টেন মতিয়ুর, সুবেদার ফরিদ, ইপিআর বাহিনীর ৬০ জনের মতো জওয়ান ও অন্যান্য সৈন্য নিয়ে ‘ডাঙ্গা’ নামক স্থানে ‘হাইড আউট’ বসিয়ে ৩ ইঞ্চি মর্টার দিয়ে রামপুরাতে অবস্থানকারী পাকিস্তানি বাহিনীর ওপর গোলাবর্ষণ শুরু করে। ভারতের ৭৫তম বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল ব্যানার্জি ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধাদের অগ্রবর্তী ঘাঁটিগুলো পরিদর্শন করেন এবং মুক্তিযোদ্ধাদের সব রকমের সাহায্য প্রদানের আশ্বাস দেন। পাকিস্তানি বাহিনীর এফএফ রেজিমেন্টের একটি প্লাটুনের সাথে তিস্তা নদীর তীরে ইপিআর বাহিনীর তুমুল সংঘর্ষ হয়। এতে পাকিস্তানি বাহিনীর মেজর এজাজ মোস্তফা ও তার ১৫ জন সেপাই এবং কাউনিয়ার ওসি মৃত্যুবরণ করে। মেজর চিত্তরঞ্জন দত্ত রশীদপুর থেকে মৌলভীবাজারে ‘রিয়ার হেডকোয়ার্টার’ স্থানান্তর করেন। চাঁদপুর শহরের উপকণ্ঠে পালপাড়ার এক বাড়িতে বোমা তৈরি করার সময় আকস্মিক বিস্ফোরণে মুক্তিযোদ্ধা সুনীল, শঙ্কর ও কামাল মৃত্যুবরণ করেন। ঢাকার পশ্চিমাঞ্চলে তৎপরতায় লিপ্ত দ্বিতীয় ইস্ট বেঙ্গলের মুক্তিযোদ্ধারা একটি বিরাট পাকিস্তানি সামরিক বহরকে ময়মনসিংহের দিকে যেতে দেখলে টাঙ্গাইল সড়কে আকস্মিকভাবে আক্রমণ চালায়। এ আক্রমণে পাকিস্তানি সৈন্যরা বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়।