১৬ মার্চ ১৯৭১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 16 March 2020
আজকের সর্বশেষ সবখবর

১৬ মার্চ ১৯৭১

অনলাইন এডিটর
March 16, 2020 11:19 am
Link Copied!

নুরুজ্জামান মানিক
নির্বাহী সম্পাদক

বঙ্গবন্ধু ঢাকায় প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে আড়াই ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। দুই নেতার আলোচনা শেষে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ভবন থেকে বের হয়ে এসে সাংবাদিকদের জানান, ‘আমি রাজনৈতিক এবং অন্যান্য সমস্যা সম্পর্কে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছি। আরো আলোচনা হবে। কাল সকালে আমরা আবার বসছি। এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই।’ চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ছাত্র-শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সভা করেন। সভা শেষে মিছিল বের করা হয়। মিছিলে শিল্পাচার্য জয়নুল আবেদিন নেতৃত্ব দেন। এদিকে ময়মনসিংহে এক জনসভায় মওলানা ভাসানী স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করার জন্য বঙ্গবন্ধুর প্রতি আহ্বান জানান। এদিকে ভারতের সর্বোদয় নেতা জয় প্রকাশ নারায়ণ নয়াদিল্লিতে বলেন, জনসাধারণের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী বিশ্বের প্রতিটি মানুষ ও সরকারের উচিত শেখ মুজিবুর রহমান ও তার নেতৃত্বাধীন বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দেওয়া। তিনি এক বিবৃতিতে বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন। দুই দফা সহকর্মীদের সঙ্গে আলোচনার ফাঁকে বিকেলে বঙ্গবন্ধু তার বাসভবনে কনভেনশন মুসলিম লীগপ্রধান ফজলুল কাদের চৌধুরীকে সাক্ষাৎদান করেন। তারা কিছুক্ষণ একসঙ্গে কাটান। ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আসাদুজ্জামান খান সভাপতিত্ব করেন। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নিচের বিবৃতিটি সংবাদপত্রে প্রকাশিত হলো: পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের জনগণের বিরুদ্ধে অকথ্য নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা রাজশাহী মেডিকেল কলেজ, জোহা হল, মন্নূজান হল, যশোর এবং রংপুর ক্যান্টনমেন্ট এলাকা, খুলনা, চট্টগ্রাম এবং ঢাকার ফার্মগেট দ্বিতীয় রাজধানী ও কচুক্ষেত এলাকায় পাশবিক অত্যাচার চালায়। অনেক লোক খুন হয়েছে এবং স্ত্রীলোক পর্যন্ত ওদের পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে অবশ্যই এসব সৈন্য ফিরিয়ে নিতে হবে।