১৫ মার্চ ১৯৭১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 15 March 2020
আজকের সর্বশেষ সবখবর

১৫ মার্চ ১৯৭১

অনলাইন এডিটর
March 15, 2020 11:20 am
Link Copied!

নুরুজ্জামান মানিক
নির্বাহী সম্পাদক

প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান কড়া নিরাপত্তার মধ্যে করাচি থেকে ঢাকায় আসেন। নতুন সামরিক বিধি জারির প্রতিবাদে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ছাত্রসভার আয়োজন করে। নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসমাবেশে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন আ স ম আবদুর রব, আবদুল কুদ্দুস মাখন, শাজাহান সিরাজ প্রমুখ নেতা। খুলনার হাদিস পার্কের জনসভায় বাংলা জাতীয় লীগ প্রধান আতাউর রহমান খান বলেন, বাংলার প্রতিটি মানুষ আজ বঙ্গবন্ধুর নেতৃত্বে একতাবদ্ধ। তিনি বলেন, রেডিও, টিভি, ইপিআর, পুলিশ বাহিনী, সেক্রেটারিয়েট প্রভৃতি আজ আওয়ামী লীগপ্রধানের আজ্ঞাবাহী। সন্ধ্যায় ব্রিফিং কালে ইয়াহিয়া সামরিক অফিসারদের জানান, ‘ভাবনার কিছুই নেই। মুজিবের ব্যবস্থা কালকেই করেছি আমি। তাকে আমার মনের ইচ্ছা একটুখানি জানিয়ে দেব। শীতল চেহারা দেখাব এবং তাকে দ্বিপ্রাহরিক ভোজেও আমন্ত্রণ জানাব না। এর পরের দিন আমি তার সঙ্গে দেখা করব এবং এতে তার মধ্যে কী প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটা দেখব। যদি সে ভালো ব্যবহার না করে তাহলে এর জবাব কী করে দিতে হয় তা আমি জানি।’