১৪ মার্চ ১৯৭১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 14 March 2020
আজকের সর্বশেষ সবখবর

১৪ মার্চ ১৯৭১

অনলাইন এডিটর
March 14, 2020 12:01 am
Link Copied!

নুরুজ্জামান মানিক
নির্বাহী সম্পাদক

একাত্তরের এদিনে ভুট্টো ঘোষণা করেন, ‘কেন্দ্রে উভয় সংখ্যাগরিষ্ঠ দলের (অর্থাৎ আওয়ামী লীগ ও পিপলস পার্টি) হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে প্রাদেশিক সংখ্যাগরিষ্ঠ দলগুলোর হাতে।’ কর্মচারীরা সামরিক আইন আদেশটি অমান্য করে এর বিরুদ্ধে মিছিল বের করে। এই সময়ে আরেকটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল। পাকিস্তান সরকার চট্টগ্রাম বন্দরের দিকে আগত খাদ্যশস্যবোঝাই একটি জাহাজকে ফিরে যাবার নির্দেশ দেয়। জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের প্রশ্নে বঙ্গবন্ধুর ৪ দফা পূর্বশর্ত মেনে নেওয়ার দাবিতে রাজধানী ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র-শ্রমিক, পেশাজীবী সংগঠন এবং যুব মহিলা, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে সভা-সমাবেশ-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকালে বঙ্গবন্ধু ও ন্যাপ নেতা খান আবদুল ওয়ালী খান আলোচনা বৈঠকে মিলিত হন। বঙ্গবন্ধুর বাসভবনে রুদ্ধদ্বার কক্ষে প্রায় দেড় ঘণ্টাব্যাপী আলোচনাকালে সৈয়দ নজরুল ইসলাম, এ এইচ এম কামারুজ্জামানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বঙ্গবন্ধু বলেন, ‘স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে জীবনযাপনের জন্যই আমাদের সংগ্রাম।’ রাতে বঙ্গবন্ধু এক বিবৃতিতে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে নতুন নির্দেশ ঘোষণা করেন। দীর্ঘ বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির আকাক্সক্ষাকে নির্মূল করা যাবে না। আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। বরিশালে এক জনসভায় বাংলা জাতীয় লীগ প্রধান আতাউর রহমান খান বঙ্গবন্ধুর প্রতি অস্থায়ী সরকার গঠন করার আহ্বান জানান। এদিকে ১১৫ নং সামরিক নির্দেশের প্রতিবাদে দেশরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীরা নগরীতে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা বঙ্গবন্ধুর ধানমন্ডির বাসভবনে গিয়ে তার সাথে দেখা করে বর্তমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন। প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ পার্লামেন্টারি দলের নেতা ক্যাপ্টেন মনসুর আলী এক বিবৃতিতে ১১ মার্চ খাদ্যবাহী জাহাজ ‘ভিটেজ হরাইজন’-এর গতিপথ চট্টগ্রাম বন্দরের পরিবর্তে করাচি বন্দরে পরিবর্তনের ঘটনা সম্পর্কে অবিলম্বে তদন্ত অনুষ্ঠানের দাবি জানান। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ দেশ থেকে সম্পদ পাচার প্রতিরোধের উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে।