১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ন্যাপের শোক প্রকাশ।। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 13 June 2020
আজকের সর্বশেষ সবখবর

১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ন্যাপের শোক প্রকাশ।।

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :   বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী’র ছেলে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এঁর মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ (মোজাফফর)-এর কেন্দ্রিয় কার্যকারি সভাপতি মিসেস আমিনা আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন, হবিগঞ্জ জেলা ন্যাপের সভাপতি এডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, সহ-সভাপতি গোকুল চন্দ্র দাশ, এডভোকেট রণজিৎ কুমার দত্ত, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মিসেস আমিনা আহমদ বলেন, মোহাম্মদ নাসিম এঁর পরিবারের রাজনৈতিক ইতিহাস দীর্ঘ দিনের। সে কারণে ন্যাপ ও তাঁর পরিবারের সাথে তাদের দীর্ঘ দিনের অবিচ্ছেদ্য সম্পর্ক। তিনি ন্যাপ, যুব সমিতি ও ছাত্র সমিতির সকল স্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
হবিগঞ্জ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুর মধ্য দিয়ে, এ শতাব্দীর একটি দেশপ্রেমিক ত্যাগী পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের অবসান হল। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাত বাসী করুন।