তের বছরের এক শিশুকে বিশ বছর দেখিয়ে মামলার প্রতিবেদনে আসামী শ্রেণীভুক্ত করেছেন বানিয়াচং থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শাহানুর ইসলাম। নানা নাটকীয়তার পর গতকাল বুধবার আদালতে আত্মসমর্পন করে জামিন লাভ করেছেন মোফাচ্ছির ইসলাম নামে ওই শিশু। সে বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের মথুরাপুর গ্রামের প্রবাসী আব্দুল আউয়াল মিয়ার পুত্র। সে স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। মোফাচ্ছির ইসলামকে সিআর ২১১/২৪ (বানিয়াচং) মামলার পুলিশি প্রতিবেদন ও আর্জিতে ৩নং আসামী হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে।
হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ মমিনুল ইসলাম ওই শিশুকে জামিন প্রদান করেছেন। এদিকে, তের বছরের শিশুকে মামলার প্রতিবেদনে বিশ বছর করে আসামী শ্রেণীভুক্ত করায় সমালোচনার ঝড় শুরু হয় আদালত পাড়ায়।
ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা। কেউ কেউ বলেন, ‘বিষয়টি রীতিমত অন্যায়’। আবার কেউ বলেন, ‘পুলিশ (সাব-ইন্সপেক্টর (এসআই) শাহানুর ইসলাম) সরেজমিনে তদন্ত করেনি। কোন বিবেকবান মানুষ হলে এমন কাজ করতে পারেন না।
আর বিষয়টি যেহেতু বিদেশে লোক (বৈদেশিক কর্মসংস্থান আইনে) বিষয় মামলা এখানে একটা শিশুর কিছুই করার নেই। তবে কেউ দোষ করলে তার বিচার অবশ্যই আছে কিন্তু সত্যকে গোপন করে নয়। পুলিশ (সাব-ইন্সপেক্টর (এসআই) শাহানুর ইসলাম) তার বিরুদ্ধে দোষীপত্র দিতে পারতেন। তা না করে ইচ্ছাকৃতভাবে বয়স বাড়িয়ে তিনি প্রবিদেন দাখিল করেছেন।
এতে করে দুইটি বিষয় প্রমাণিত হয় ‘এক হয় তিনি না দেখে কিংবা সরেজমিনে ঘটনাস্থল, বাদী এবং আসামীদের সাথে কথা না বলেই প্রতিবেদন দিয়েছেন এবং দুই বাদী কর্তৃক বশীভূত হয়ে ইচ্ছাকৃতভাবে শিশুটির বয়স বাড়িয়ে প্রতিবেদন দাখিল করেছেন’।
এদিকে, দৈনিক আমার হবিগঞ্জের হাতে আসা মোফাচ্ছির ইসলামের জন্ম নিবন্ধন নং-২০১০৩৬১১১৫০১০১২০১, জন্ম তারিখ ৩০ নভেম্বর ২০১০ইং অনলাইন যাচাই করে ১৩ বছর ৭ মাস ২৭ দিন পাওয়া যায় (তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত)।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর মোঃ মোস্তফা মিয়া বলেন, ‘যেহেতু আর্জিতে শিশুকে আসামী করা হয়েছে সেহেতু তদন্তকারী কর্মকর্তার উচিত ছিল বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা। কিন্তু তিনি তা করেননি। বিষয়টি আদালতের নজরে এসেছে। তার শুভ বুদ্ধি উদয় হোক’।
বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে (বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল)’কে জানালে তিনি দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন, ‘এ রকম হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে’।