১২ লাখ টাকার অবৈধ বিদ্যুৎ ব্যবহার : সামছুল আলমের সহযোগী মোস্তফা কামাল কারাগারে - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 10 November 2023
আজকের সর্বশেষ সবখবর

১২ লাখ টাকার অবৈধ বিদ্যুৎ ব্যবহার : সামছুল আলমের সহযোগী মোস্তফা কামাল কারাগারে

Link Copied!

অবৈধ ভাবে বিদ্যুত ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় মোঃ মোস্তফা কামাল নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯নভেম্বর) সিলেট বিদ্যুৎ আদালতের বিচারক মোঃ আনোয়ারুল হক এ আদেশ দেন। মোস্তফা কামাল হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকার হাজী আকবর আলীর পুত্র

১২ লাখ ১৪ হাজার টাকা আদায়ের এ মামলায় অপর ২ ভাই জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ সামছুল আলম ও তার ভাই মোঃ কুরবান আলীকে জামিন দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুরে মিটার চেকিং, অবৈধ ও বকেয়া সংযোগ বিচ্ছিন্নের জন্য শহরের মাছুলিয়া এলাকায় অভিযান চালায় হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এসময় তারা ওই এলাকার মৃত হাজী আকবর আলীর পুত্র মোঃ সামছুল আলমের বাড়িতে ব্যবহৃত প্রি-পেইড মিটারে ইনকামিং থেকে সরাসরি মিটার বাইপাস ও কৃত্রিম পদ্ধতি ব্যবহার করে ট্যারিফ বহির্ভূত মিটার দিয়ে অবৈধ ভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের অটো গ্যারেজের ৫টি ব্যাটারীচালিত রিক্সা চার্জ এবং গভীর নলকূপের মাধ্যমে বাণিজ্যিক ভাবে দৈনিক প্রায় ৩ হাজার লিটার খাবার পানি উত্তোলন ও বোতলজাতকরন কার্যক্রম দেখতে পান।

২২ সালের জানুয়ারি মাসে ওই প্রি-পেইড মিটার স্থাপনের পর থেকে অনুমোদিত লোড ১৫ কিলোওয়াট হিসেবে গত ২২ মাসে ১২ লাখ ৪০ হাজার ১২৪ টাকা বিদ্যুত ব্যবহার হওয়ার কথা থাকলেও রিচার্জ করা হয়েছে মাত্র ৯০ হাজার ৬৫০ টাকা! একই স্থাপনায় আরো ২টি মিটারে বকেয়া রয়েছে ৬৫ হাজার ৪শ টাকা।

অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করায় সংযোগটি তাৎক্ষনিক ভাবে বিচ্ছিন্ন করতে গেলে সামছুল হক ও তাঁর ভাইয়েরা সংযোগ বিচ্ছিন্ন ও সরকারী রাজস্ব আদায় কাজে বাধা প্রদান, অকথ্য ভাষায় গালাগালিসহ দেশীয় লাঠি সোঠা নিয়ে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের মেরে ফেলার হুমকি ও ভয়তীতি প্রদর্শন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এক পর্যায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই তারা ফিরে আসেন। মামলায় উল্লেখ করা হয়, বিউবোর বিধি মোতাবেক সামছুল আলম ও তাঁর ভাইদের কাছে ১২ লাখ ১৪ হাজার ৮৭৪ টাকা আদায়যোগ্য।