১২ মার্চ ১৯৭১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 12 March 2020
আজকের সর্বশেষ সবখবর

১২ মার্চ ১৯৭১

Link Copied!

নুরুজ্জামান মানিক
নির্বাহী সম্পাদক

লাহোরে এক সংবাদ সম্মেলনে এয়ার মার্শাল (অব.) আসগর খান বলেন, ভাগ্যের কী নির্মম পরিহাস, দোষ করা হলো লাহোরে, কিন্তু বুলেট বর্ষিত হলো ঢাকায়। তিনি বলেন, পূর্বাঞ্চলের জনসাধারণ সমান অধিকার নিয়ে থাকতে চায়, পশ্চিমাঞ্চলের দাস হিসেবে নয়। পাকিস্তানকে রক্ষা করার জন্য এখন একটিমাত্র পথ খোলা রয়েছে। আর তা হচ্ছে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর। এদিকে বগুড়া জেলখানা ভেঙে ২৭ জন কয়েদি পালিয়ে যায়। কারারক্ষীদের গুলিতে ১ জন কয়েদি নিহত এবং ১৫ জন আহত হয়।