পবিত্র দেব নাথ, মাধবপুর : মাধবপুরে ১২ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করছে কাশিমনগর পুলিশ ফাঁড়ি।
রবিবার (২১ ফেব্রুয়ারী) রাত ১১ঃ৫০ ঘটিকায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস এর নেতৃত্বে এস আই দেবাশীষ তালুকদার ও এ এস আই রানা মিয়া সহ সংঙ্গীয় ফোর্স জোলহাস, রনি দেব, কামরান সর্ব নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন দক্ষিণ বেজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে ভাই ভাই ভেরাইটিজ স্টোরের দক্ষিণ ইট সলিং রাস্তায় মাদকদ্রব্য ১২ কেজি গাঁজা উদ্ধার করে ও ১ জন কে গ্রেপ্তার করে কাশিমনগর পুলিশ ফাঁড়ি ।
গ্রেপ্তারকৃত কারবারির নাম মোঃ সফর আলী (৩৫), পিতা-আশ্রব আলী , সাং – শ্রীধরপুর, থানা- মাধবপুর , জেলা- হবিগঞ্জ ।
এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস গ্রেফতারে বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।