নুরুজ্জামান মানিক
নির্বাহী সম্পাদক
বাঙালির অসহযোগ আন্দোলন আরও তুঙ্গে ওঠে। একমাত্র সেনাছাউনি ছাড়া পূর্ব পাকিস্তানের সর্বত্রই তখন বীর বাঙালির নিয়ন্ত্রণে। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর নির্দেশেই চলছে গোটা দেশ। ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাসভবন পরিণত হয় বিকল্প রাষ্ট্রপ্রধানের দপ্তরে। এদিন নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ৪০ জন কয়েদি পালিয়ে যাওয়ার সময় গুলিতে ১ জন নিহত ও ২৫ জন আহত হয়। বাংলাদেশের কয়েকটি স্থানে জনতা সেনাবাহিনীর রসদ ও অস্ত্রবাহী ট্রাকের ওপর প্রতিশোধমূলক হামলা চালায়। সেনাবাহিনী এ ধরনের ঘটনা থেকে নিবৃত্ত হবার জন্য জনগণকে সতর্ক করে দেয়। তা না হলে কঠোর ব্যবস্থা নেবারও হুমকি দেয়। তাদের এই হুমকির বিরুদ্ধে ঢাকার জনগণ বেশকিছু মিছিল বের করে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয়। এদিন জাতীয় লীগের সভাপতি আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমানের প্রতি আহ্বান জানানো হয়। উন্মেষ সাহিত্য সংস্কৃতি সংসদ, সৃজনী লেখক ও শিল্পীগোষ্ঠী, ছাপাখানা শিল্পীগোষ্ঠী ও কথা শিল্পী সম্প্রদায় সমন্বয়ে প্রতিষ্ঠিত ‘লেখক-শিল্পী মুক্তি সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে লেখক ও শিল্পীরা রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করেন। বিকেলে ওয়ালীপন্থি ন্যাপের উদ্যোগে শোষণমুক্ত স্বাধীন বাংলার দাবিতে ঢাকা নিউ মার্কেট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক মোজাফফর আহমদ সভাপতিত্ব করেন। অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, বাংলার প্রতিটি নরনারী আজ স্বাধীনতার সংগ্রামে দৃঢ়প্রতিজ্ঞ। নিউ ইয়র্কে প্রবাসী বাঙালি ছাত্ররা জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এয়ার মার্শাল (অব.) আসগর খান এক সংবাদ সম্মেলনে বলেন, শেখ মুজিবের ওপর দোষ দেবার কোনো সুযোগ নেই। তিনি সঠিক ও ন্যায্য ভূমিকা গ্রহণ করেছেন। বর্তমান অবস্থায় তার পক্ষে এছাড়া অন্য কোনো ভূমিকা গ্রহণ সম্ভব নয়। আমি তার ভূমিকার প্রতি সমর্থন জানাই। এদিন করাচির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। জেনারেল মিঠ্ঠা খান চট্টগ্রামে আসেন। তিনি ব্রিগেডিয়ার মজুমদারকে (বাঙালি) এমভি সোয়াত থেকে অস্ত্র খালাস করতে বললেন। ব্রিগেডিয়ার মজুমদার তাকে বললেন, এটা করতে গেলে জনগণ মারমুখী হয়ে বাধা দিবে। ‘তা দিক। যত রক্তই ঝরুক, আমরা পরোয়া করি না।’ সঙ্গে সঙ্গে জেনারেল জবাব দিলেন।