স্টাফ রিপোর্টার : আগামী ১০ মার্চ পর্যন্ত হবিগঞ্জেই দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেয়া বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় আগামী ২৮ ফেব্রæয়ারী হবিগঞ্জ পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি হবিগঞ্জেই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
এদিকে, আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচন পর্যন্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান হবিগঞ্জে দায়িত্ব পালনের বিষয়টি জানা-জানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে স্বস্থি ফিরে আসে। কেউ কেউ বলেন, ‘হবিগঞ্জ পৌরসভা নির্বাচন পৌরবাসীর কাছে এক আতঙ্কে পরিণত হয়েছে। কারণ সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে পূর্বে নির্বাচনে নাগরিকদের অনেক বাঁধা-বিপত্তির সম্মুক্ষীন হতে হয়েছে।
তবে সম্প্রতি অনুষ্ঠিতব্য জেলার কয়েকটি পৌরসভায় সুষ্ঠু ভোট গ্রহণে জনমনে আস্তা ফিরে এসেছে। বর্তমান জেলা প্রশাসক আরও কয়েকটি দিন থাকলে হবিগঞ্জ জেলা একটি আদর্শ জেলায় পরিণত হতো।