৩ বছর বয়সী মানিক চাঁদ লম্বায় ৮০-৮৫ ইঞ্চি। ফিজিয়ান জাতের ১০মন(৪০০০ কেজি) ওজনেরও মানিক চাঁদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মধ্যে সর্বোচ্চ বেশি ওজনের ষাঁড় বলে নিশ্চিত করেছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়।
দাম চাওয়া হয়েছে ০৮ লাখ টাকা। তবে এখন পর্যন্ত ৫ লাখ টাকা দাম উঠেছে। ইতোমধ্যেই ষাঁড়টি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন খামারে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের স্বস্তিপুর ডেইরি ফার্ম লিমিটেডের মালিক মোঃ জবলু মিয়া জানান, আড়াই বছর আগে তার খামারের জন্ম হয় মানিক চাঁদ ষাঁড়টি।
তার পছন্দের মতো হওয়ায় তাকে আর বিক্রি করেননি। পরে তার নাম রাখা হয় মানিক চাঁদ । মানিক চাঁদ খুব শান্ত স্বভাবের।
এ খামারে ৪০-৪৫টি গরু আছে, এগুলোর মধ্যে সবচেয়ে বড় গরু মানিক চাঁদ বেশি প্রিয়।তাই বেশ যত্ম করেই লালন পালন করেছেন।
এছাড়া ২০২১ সালে সেরা গরুর জন্য সেরা খামারী হিসাবে প্রানি সম্পদ পুরষ্কার পেয়েছেন মোঃ জবলু মিয়া।
খামারি জবলু মিয়া জানান, তার খামারের প্রধান আকর্ষণ ও উপজেলার সবচেয়ে বড় ষাঁড় মানিক চাঁদ পেছনে প্রতিদিন খরচ হচ্ছে ৩০০ টাকা।
পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ায় ষাঁড় পালনের খরচও বেড়েছে। বর্তমান বাজারে ন্যায্য দাম পেলে খামার থেকেই ষাঁড়টি বিক্রি করতে চান তিনি।
তিনি আরও বলেন, এটি প্রতিদিন ২০ থেকে ২৫ কেজি দানাদার খাবার খায়। সবুজ ঘাস ছাড়াও সময় করে দিতে হয় অন্যান্য পুষ্টিকর খাবার। খাবারের তালিকায় রয়েছে কাঁচা ঘাস, শুকনো খড়, গমের ভুসি, খেসারির ভুসি, ভুট্টা ভাঙাসহ নানা ধরনের গো-খাদ্যে। প্রাকৃতিক খাবারই প্রিয় মানিক চাঁদের কাছে।
নবীগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত মানিক চাঁদ উপজেলার সবচেয়ে বড় গরু।
প্রাকৃতিক উপায়ে তাকে লালনপালন করেছেন ওই খামারি। আমরা চেষ্টা করছি খামারি যেন মানিক চাঁদের ন্যায্যমূল্য পান।