নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার পূর্ব জাহিদপুরে ১০ বৎসরের শিশুকে ধর্ষণের বিচারের ঘটনায় ধর্ষককে ৫০টি জুতার বাড়ি ও ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে গ্রাম্য সালিশে। স্থানীয় সালিশে মুরুব্বি হোসেন আলী এই রায় দেন।
গত সোমবার বিকালে ধর্ষিতার চাচার বাড়িতে অনুষ্ঠিত গ্রাম্য সালিসে ধর্ষককে এই শাস্তির রায় প্রদান করা হয়।
ঘটনার বিবরণে ভিকটিমের চাচাতো ভাই মো.সেলিম মিয়া জানান, নবীগঞ্জ সদর ইউনিয়নের জাহিদপুরের গ্রামের মৃত শায়েস্তা উল্লার ছেলে মুদি দোকানদার জাবিদ উল্লা (৬০) গত (২৭ জুন) বিকাল ৪ টার দিকে মুদি মাল কিনতে আসা তার পাশ্ববর্তী প্রতিবেশীর পিতা-মাতা হারা ১০ বৎসরের শিশু কন্যা দোকানে আসলে খাবারের প্রলোভন দেখিয়ে দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করে। পরে ভয় দেখিয়ে বিষয়টি কাউকে বলতে নিষেধ করে ধর্ষক।
পরে শাররীক অবস্থা অবনতি ঘটলে পরিবারের মানুষকে ঘটনার ৩ দিন পর ধর্ষনের বিষয়টি জানাতে পারে। পরে জরুরী ভিত্তিতে গত ০১ জুলাই নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার জরুরী ভিত্তিতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ওয়ান-ষ্টপ-ক্রাইসিস-সেন্টার-(ওসিসি) প্রেরন করে। বর্তমানে সে, সেখানে চিকিৎসাধীন আছে।
ঘটনার পরপর গ্রামের প্রভাবশালীদের চাপে ঘটনা জানাজানির ০৮ দিনেও কোন আইনি পদক্ষেপ নিতে পারেনি ভুক্তভোগী পরিবার।পরে গত সোমবার জাহিদপুরের মুক্তিযুদ্ধা সফিকুর রহমানের বাড়িতে গ্রাম্য সালিসের বিষয়টি সমাধানের জন্য বসা হয়। গ্রাম্য সালিসে ধর্ষণের শিকার শিশুর অভিভাবকের উপস্থিত থাকার সিদ্ধান্ত হয়।
পরে বিকেলে সকলের উপস্থিতিতে বিচার হয়। বিচারে ধর্ষককে ৯০ হাজার টাকাও ৫০ টা জুতার বারি দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নের সময় জটিলতা সৃষ্টি হলে সালিস বিচার ভেস্ত যায়। ধর্ষণের শিকার শিশুর পরিবারের লোকজন জানান, এই বিচারেও তারা সন্তুষ্ট নন। অপরদিকে থানা পুলিশকে না জানাতে গ্রাম্য মাতব্বরা অসহায় পরিবারকে ভয় দেখানোয় !
এমন পরিস্থিতিতে তারা নিরুপায় হয়ে এই বিচার মেনে নিয়েছিলেন। কিন্তু সালিস বিচার ভেস্তে যাওয়ায় ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
এব্যপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন গ্রামবাসী জানান, গ্রাম্য মাতব্বরা ধর্ষণের বিষয়টি আড়াল করে অল্প শাস্তি দিয়ে বিষয়টি শেষ করতে চেয়েছিলেন।
এ ব্যাপারে সালিস বিচারের গ্রাম্য মাতব্বর মোতালেব আলী সাথে যোগাযোগ করা হলে উনাকে ফোনে পাওয়া যায়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজিজুর রহমান জানান, এই ঘটনা তার জানা নাই। তবে অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।