"হ্যালো অক্সিজেন"এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 20 December 2022
আজকের সর্বশেষ সবখবর

“হ্যালো অক্সিজেন”এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Link Copied!

বানিয়াচংয়ে “হ্যালো অক্সিজেন” নামক স্বেচ্ছাসেবী টিমের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার(১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে সাবেক উপ-সচিব শেখ ফজলে এলাহী’র সভাপতিত্বে ও হ্যালো অক্সিজেন টিম লিডার নিশাত রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বেসরকারি বিল ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,করোনা মহামারির সময় থেকে হ্যালো অক্সিজেন নামক স্বেচ্ছাসেবী টিমের যাত্রা শুরু হয়েছিলো। এর মধ্যে তারা বানিয়াচংয়ে বিভিন্ন মানবিক কর্মকান্ড করেছে। আজকেও তারা উপজেলা সদরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনার আয়োজন করেছে। এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।

এছাড়াও তিনি বলেন, নিজের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে। সে সাথে মা-বাবার প্রতি যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা সঠিকভাবে পালন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ,,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,সহকারি কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান উর্মি,অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সুফিয়ান, কবি সাহিত্যিক ও মানবাধিকার কর্মী তাহমিনা বেগম গিনী, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসীম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ ও হ্যালো অক্সিজেন টিমের ভলান্টিয়ারবৃন্দ।

পরে উপজেলা সদরের জিপিএ-৫ পাওয়া প্রায় ১০২ জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়