সাইফুর রহমান কায়েস : দেশের করোনা সংক্রণের হার যেখানে বেড়েই চলেছে সেখানে মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে শোকের কোরাসে ভারী করছে এই বাংলার আকাশ বাতাস । রোজার মাসে শুধু রসনা নিবৃত্তিই প্রধান নয় , ষড়রিপুর নিবৃত্তিও অন্যতম লক্ষ্য মানবকূলের জন্য । মুসলিম উম্মাহ যেখানে নিজেদের পাপকর্ম থেকে নিস্তার চেয়ে আল্লাহকে খুশী করার জন্য রোজা রাখছে সেখানে এই বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামীপন্থী কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি তাদের স্বার্থে আঘাত লাগায় আমার হবিগঞ্জ পত্রিকা অফিসে এবং সম্পাদক সুশান্ত দাশগুপ্তের শ্বশুরগৃহ এবং আশেপাশের সনাতন ধর্মাবলম্বী নাগরিকের বাসায় লুটপাট ,ভাঙচুর ও তাণ্ডবলীলা চালানোর মতো একটি কলংকজনক অধ্যায়ের সূচনা করলো।
সেটি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য , মাননীয় প্রধানমন্ত্রীর সোনার বাংলা গড়ার , জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাম্যবাদী চেতনার উপর একটি বিরাট আঘাত এবং ভূমিধ্বসের শামিল বলেই আমরা মনে করছি ।
বঙ্গবন্ধু যে স্বপ্নটি লালন করতেন , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্নটি বাস্তবায়নের জন্য রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই তাণ্ডবলীলা সেই পথের একটি কৃষ্ণগহব্বর হয়ে থাকলো । যেটি শুধু আওয়ামীলীগ বা শেখ হাসিনার জন্যই অপমানজনক তাই নয় , এটি পুরো জাতির জন্যও অপমানজনক , বিব্রতকর এবং অত্যাবশ্যকীয়ভাবে সমর্থনের অযোগ্য । আমি এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে সত্যকে ধারণ করার দায় অনুভব করি । সত্যকে প্রকাশের মতো কঠিন পথকেই বেছে নিয়েছি বলেই লিখি , সংবাদপত্র প্রকাশনার সাথে সম্পৃক্ত হয়েছি।
লেখালেখির চারদশকে এই জাতির বহু উত্থানপতন , রাজনৈতিক পটপরিবর্তন প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছে। সরকারের অপকর্মের গঠনমূলক সমালোচনা করতেও পিছপা হই নি। তখনও এই জাতির মধ্যে গণতন্ত্র না থাকার জন্য হাহাকার শুনতে পেয়েছি। কিন্তু এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আড়ে সেই হাহাকার বেশী বেড়ে গেছে। আর বেড়ে গেছে বলেই আমরা সত্য বলার দায়ে নিগৃহীত হচ্ছি। আইনের শাসন এখন দেশে আকাল হয়ে গেছে।
আমার হবিগঞ্জ পত্রিকার উপর হামলা মুক্ত গণমাধ্যমের উপর হামলা , গণতন্ত্রের উপর নগ্ন, পৈশাচিক হামলা বলেই মনে করি। সুশান্তকে হত্যা করতে পারলেই যেনো এদেশের মানুষের কণ্ঠরোধ করা যাবে বলে মনে করছেন স্বার্থান্ধ , ক্ষমতাদর্পীগণ মনে করছেন । কিন্তু সুশান্ত সত্য ও ষ্পষ্টভাষী মানুষের প্রতীক মাত্র। সে ছড়িয়ে গেছে সারা বাংলায় তার সত্যবাদী দৃষ্টিভঙ্গির মাধ্যমে। সত্যকে হত্যা করা যায় না। সুশান্ত হচ্ছে সত্যবাদী মানুষের হৃদয়ের ষ্পন্দন। একে দমানো এতো সহজ নয়।
এই দেশের সচেতন নাগরিক হিসাবে আমরা মুক্তবাক ও বাকস্বাধীনতার প্রতি অকুণ্ঠহৃদয় সমর্থন ব্যক্ত করছি। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। এইদেশে নৈঃরাজ্য কাম্য নয় । আওয়ামী লীগকে যারা বাজারে বিক্রি করছেন তাদেরকে বহিষ্কার করা হোক । এই দলের পদ পদবীকে আখের গোছানোর পথ ও পাথেয় হিসাবে গণ্য করে ধরাকে সরা জ্ঞান করে জাতির চতুর্থ স্তম্ভকে ধুলিষ্মাৎ করার বিধ্বংসী খেলায় মেতে উঠেছেন , ধর্ম এবং চিন্তার দিক থেকে সংখ্যালঘুদের উপর হামলা করে হত্যাচেষ্টায় লিপ্ত রয়েছেন , তাদের সম্পদকে গণিমতের মাল হিসাবে গণ্য করে এস্তেমালের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের থেকে এই জাতি নিষ্কৃতি চায় । এই ঘটনার বিচার বিভাগীয় এবং সংসদীয় তদন্ত দাবী করছি আমরা । দায়ী ব্যক্তিদের পদচ্যূত করে দৃষ্টান্ত স্থাপন করা হোক ।
যারা এতোদিন ক্ষমতার দুধ মাখন খেয়ে গায়ের চামড়ার উজ্জ্বলতা বাড়িয়েছেন , রাষ্ট্রীয় সম্পদ ও সম্পত্তির ভক্ষকের রূপ পরিগ্রাহক হিসাবে আবির্ভূত হয়েছেন তারা নিপাত যাক ।
করোনা পরিস্থিতিতে যেখানে একজন ডাক্তার তার উপর অর্পিত দায়িত্ব পালনে রাস্তায় নেমে পুলিশি হয়রানীর শিকার হচ্ছেন সেখানে শতাধিক লোক কিভাবে জমায়েত হয়ে দলবদ্ধভাবে আমার হবিগঞ্জ পত্রিকা অফিস , হিন্দু নাগরিকদের বাসাবাড়িতে হামলা চালায় ? আমরা পুলিশের নির্বিকারত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারি ? রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা প্রতিবিধানে তাদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলতে পারি নিশ্চই ।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলীর উপস্থিতিতেই আমার হবিগঞ্জ পত্রিকা অফিসে ও পার্শ্ববর্তী বাড়িঘরে লুটপাট ও হামলা চালানো হয়েছে । আমরা এখন প্রশ্ন তুলতে পারি তিনি কেনো সেখানে গিয়েছিলেন ? তিনি কি গিয়েছিলেন তাণ্ডবলীলা যাতে নির্বিঘ্ন হয় সেজন্য ? তিনি সেখানে কোনো নাগরিকের নিরাপত্তা প্রতিবিধানের জন্য নয় , বরং সন্ত্রাসীদেরকেই নিরাপত্তা দেবার জন্যই তিনি সেখানে গিয়েছিলেন ।
নাগরিকের করের পয়সায় নিমক খেয়ে তার এই নিমকাহারামী সমর্থনযোগ্য তো নয়ই বরং অযাচিত , অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত । রাজনৈতিক সন্ত্রাসীদের তিনি রক্ষাকারী । আমরা আরেকটি বিষয় নিয়ে যে প্রশ্ন তুলতে পারি সেটি হচ্ছে পুলিশের গোয়েন্দা তৎপরতা । গোয়েন্দা বিভাগ কি আগে থেকেই বিষয়টি জানতো না ? যদি জেনে থাকে তাহলে তারা কেনো পুলিশকে সেটা জানালো না ? আর যদি না জানে তাহলে তারা কি ঘোড়ার ঘাস কেটেছেন বসে বসে ? যথাসময়ে সঠিক কাজটি করার জন্যই গোয়েন্দা দপ্তরের কাজ। এটিকে একালের শ্রেষ্ঠতর কলংকজনক গোয়েন্দা ব্যর্থতা বা ইন্টেলিজেন্স ফেইলিউরও বলতে পারি আমরা নিঃসন্দেহে । এর দায় তাদেরকেও নিতে হবে ।
স্থানীয় জনপ্রশাসন কি ভূমিকা পালন করেছে ঘটনা ঘটে যাবার পরে ? রাজনৈতিক আজ্ঞাধীন জনপ্রশাসনেরও ব্যর্থতা এক্ষেত্রে আমলে নিতে হবে । সারাদেশব্যপী এরকম অরাজকতা চলছেই । সুশান্ত হয়তো পত্রিকার সম্পাদক বলেই জাতি তার কল্যাণে এই তাণ্ডবলীলা সম্পর্কে জানতে পেরেছে । কিন্তু অনেকেই তো আর সুশান্ত নন । কিন্তু কেউ কেউ । হবিগঞ্জে এমপি আবু জাহিরের একচ্ছত্রবাদ কায়েমের পথে সুশান্ত একটি বড় বাধা । তাই তাকে নাই করার জন্য তিনি তার সার্বিক ক্ষমতার অপপ্রয়োগ করতেই ব্যস্ত । তাকে যেভাবে পারা যায় হেনস্তা সেভাবেই হেনস্তা করছেন ।
আইসিটি আইনে তাকে বিনাবিচারে জেল খাটিয়েছেন । অথচ সুশান্তের কোনো দোষ ছিলো না । তার দোষ তিনি এমপি আবু জাহিরের বিরুদ্ধে সংবাদ প্রকাশে দুরন্তপনা দেখিয়েছেন । সত্য সংবাদ ধারাবাহিকভাবে তার পত্রিকায় প্রকাশ করে গেছেন অবলীলাক্রমে । এখন হরিগঞ্জের পরিস্থিতি এতো খারাপের দিকে গেছে যে এটিকে স্থানীয় এমপি একটি গোয়ানতানামো বে’র আদলে নিয়ে গেছেন । এখানে গণতন্ত্র নয় , রিচিতন্ত্রই মুখ্য হয়ে দেখা দিয়েছে । তাই তার ছত্রছায়ায় আওয়ামীলীগে রিচির লোকজনের অনুপ্রবেশ ঘটেছে । রিচিতন্ত্রের আড়ে পরিবারতন্ত্র কায়েম করেছেন । তিনি নিজে সাংসদ হবার বদৌলতে তার চাচাতো ভাই উপজেলা চেয়ারম্যান , ভাগ্নে পৌরমেয়র । মহিলা লীগে নিজের স্ত্রী , ছাত্রলীগেও তারই অনুসারী রিচি গ্রামের ছাত্র । এই শহর যেনো একটা রিচি গ্রাম । তাই তার বিরুদ্ধে কিছুই লিখা যাবে না । যেনো তিনি সুবে বাংলার নব্য আমীর । দেশবাসী গণতন্ত্র চায় , রিচিতন্ত্র চায় না ।
নিকট অতীতের সংখ্যালঘু নির্যাতনের ঘটনার সাথে একে ঘুলিয়ে ফেললে চলবে না । শাল্লার ঘটনাটি হালে পানি পেলেও ধর্মপাশার শুখাইড়ে ঘটে যাওয়া ঘটনাটি চাপা পড়ে গেছে । শব্দকথা ছাড়া আর কারো নজরে আসে নি ঘটনাটি । আওয়ামী লীগ করেন এমন লোকেরাই দুষ্কৃতিকারীর ভূমিকা পালন করেছেন এ যাবৎ কালের ঘটে যাওয়া সকল সাম্প্রদায়িক দাঙ্গার পেছনে । তারা আওয়ামীলীগকে এখন আর মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল হিসাবে পরিচিত করাতে চান বলে মনে হয় না , এরা এই দলজে দাঙ্গালীগ , লুটেরালীগ, ধর্ষকলীগ ইত্যাদি বিশেষণে বিশেষায়িত করতে চান বলেই দলীয় পরিচয়ে তারা সকল অপকর্ম চালিয়ে যাচ্ছেন ।
যেখানেই তারা তাদের কায়েমী স্বার্থপরতা হাসিলে বাধাগ্রস্ত হচ্ছেন সেখানেই তারা সহিংসতার পথে পা বাড়াচ্ছেন । তাহলে তারা দেশবাসী তথা হবিগঞ্জবাসীকে কি উপহার দিতে চান , তারা কি অর্জন করতে চান ? তারা একটি রামরাজত্বকেই কায়েম করতে চান বলেই মনে হচ্ছে । এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম ? যারা শিল্প স্থাপনের জন্য প্লট বরাদ্দ নিয়ে শুধু কলাগাছ লাগিয়ে রেখেছেন বাল্লা শুল্ক বন্দর থেকে হবিগঞ্জ পর্যন্ত তাদের কাছে আমরা কি আশা করতে পারি ? জনগণের ম্যাণ্ডেট নিয়ে এমপি হলেও জনস্বার্থ কায়েমে এদের নজর নাই । নজর দেবার মানসিকতাও নাই । আমরা তাহলে কার কাছে বিচার চাইবো ? জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ কামনা করছি ।
লেখক; প্রধান সম্পাদক
শব্দকথা টোয়েন্টিফোর ডটকম।