বানিয়াচং প্রতিনিধি : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখার সভায় বক্তারা বলেছেন, হাসিগানে মুখরিত অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিলো মহান মুক্তিযুদ্ধের চেতনা।
কিন্তু সাম্প্রদায়িক অপশক্তির সাথে আঁতাতের মাধ্যমে গোঁজামিলের রাজনীতির ফলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও সত্যিকারের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি।

ছবি : বানিয়াচংয়ে উদীচীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
যে সাংস্কৃতিক আন্দোলন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম সেই সাংস্কৃতিক আন্দোলনকে শাসকগোষ্ঠী ক্ষমতার স্বার্থে দমিয়ে রাখছে সাম্প্রদায়িক মৌলবাদীগোষ্ঠীকে তুষ্ট রাখার হীন মানসিকতায়।
ফলে বার বার মিথ্যা গুজব রটিয়ে সংখ্যালঘুদের উপর ঘৃণ্য সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। আমরা হাসিগানে মুখরিত সত্যিকারের অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। সেজন্য ৭২-এর সংবিধান হুবহু পুনঃপ্রবর্তন করতে হবে।
সারাদেশে মুক্ত পরিবেশে সংস্কৃতি চর্চার সুযোগ দিতে হবে। জামায়াত-হেফাজতসহ সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে আঁতাতের রাজনীতি পরিহার করতে হবে।
শনিবার(৬নভেম্বর) সন্ধ্যায় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদীচী বানিয়াচং শাখার আহবায়ক ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রিপন চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি আজমান আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউসার, সিপিবি বানিয়াচং শাখার সেক্রেটারি কমরেড মোহাম্মদ আলী, উদীচী বানিয়াচং শাখার সাবেক সভাপতি স্বপ্না রায়, বর্তমান যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান পলাশ, শিক্ষক বীরেশ চন্দ্র সরকার, ছাত্র ইউনিয়ন নেতা নির্মল দেব, ছাত্র ফ্রন্ট নেতা মিনহাজুর রহমান তারেক, উচীচী নেতা জিতু মিয়া, রীতেশ কুমার বৈষ্ণব, দীপিকা রায়, সমাপ্তি রায়, নাঈম আহমেদ, ছাইদুল ইসলাম, শ্রাবস্তী রায়, রূপক দেব, হামিদুর রহমান, পারভেজ মিয়া, বন্ধুপ্রিয় রায়, আফজল আলম, পলাশ রায়, সুজ্জল দেব, দুর্জয় দাশ স্মরণ, নাঈম আহমেদ রবিন, তকছির মিয়া, সনজিত দেব, শাহিমুল মিয়া প্রমূখ।
সভায় উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, দপ্তর সম্পাদক কংকন নাগ, দপ্তর সম্পাদক হালিমা নূর পাপন, সদস্য মিনহাজুল আবেদীন মৃদুল ও জাহাঙ্গীর আলম উপস্থিত থাকার কথা থাকলেও পরিবহন ধর্মঘটের কারণে আসতে না পারায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।