হাতিরথানে হাজার জনতার ফুলেল শুভেচ্ছায় আয়াত আলী আবারও গ্রাম সর্দার নির্বাচিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 13 June 2020
আজকের সর্বশেষ সবখবর

হাতিরথানে হাজার জনতার ফুলেল শুভেচ্ছায় আয়াত আলী আবারও গ্রাম সর্দার নির্বাচিত

Link Copied!

স্টাফ রিপোর্টার।।হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান গ্রামে হাজারো সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় আবারও গ্রাম সর্দার নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আয়াত আলী। আয়াত আলী ওই গ্রামের সাবেক গ্রাম প্রধান বাজিদ উল্লার পুত্র।

১৩ জুন রাতে হাতিরথান মাঠ প্রাঙ্গণে সামাজিক দুরত্ব মেনে এক আয়োজনের মাধ্যমে উপস্থিত পঞ্চায়েত সর্দারদের সংখ্যা গরিষ্ঠ সমর্থনে তাকে ২য় বারের মত গ্রাম্য প্রধান নির্বাচিত করা হয়। উপস্থিত পঞ্চায়েত সর্দাররা তার গলায় ফুলের মালা দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সর্দার ও বিশিষ্ট মুরব্বী এবং সাবেক মেম্বার আজগর আলী আব্দুল ছালাম, ভেনু মিয়া, আরফান আলী, ফুরুক মিয়া, কবির মিয়া, সৈয়দ আলী, আবু তাহের, আব্দুল মতিন, আব্দুল ছালাম, মাসুম মিয়া, হাবিবুর রহমান হাবিব, সাবেক সেনা সদস্য ছায়েদ আলী, আব্দুল কাদিও প্রমুখ। উপস্থিত মুরব্বীরা ঐতিহ্যবাহী হাতিরথান গ্রামকে দূর্নীতি ও মাদক মুক্ত রাখতে ঐক্য বদ্ধ হয়ে কাজ করে অঙ্গিকার করেন।