স্টাফ রিপোর্টার : হাতিরথানের যুবকদের ভালবাসায় সিক্ত হয়েছেন উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। গতকাল রাত ৮ টায় ওই গ্রামের প্রায় দুই শতাধিক যুবক ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জানাতে আসা যুবকদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেন, ‘‘আজকের যুবকরাই আগামী দিনের শক্তি। যুবকদের অবশ্যই মাদক ও ধুমপান মুক্ত হয়ে প্রকৃত শিক্ষা অর্জনে উদ্দ্যোগী হতে হবে। যুবকরাই দেশ চালনার উৎস। দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে যুবকদের বিকল্প নেই’’।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল হক, মোহন মিয়া, হিরন মিয়া, আব্দুল আউয়াল, আব্দুল ছালাম, কিরণ মিয়া, নুনু মিয়া, সাইফুল মিয়া, সোহেল মিয়া, রুমন মিয়া, রুমেল মিয়া, শহীদ মিয়া, হৃদয় মিয়া, কালাম মিয়া, জাবেদ মিয়া, সিপন মিয়া, শিমুল মিয়া, রাজন মিয়া, ইমন মিয়া, জাহাঙ্গীর মিয়া, সিপন মিয়া, উজ্জল মিয়া, আলামিন মিয়া, লিলু মিয়া, আহাদ মিয়া, সোহেল মেম্বার, কদ্দুস মিয়া প্রমুখ।