হাওড় বেষ্টিত লাখাইয়ে চলছে নৌকা তৈরি ও মেরামতের ধুম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 19 June 2020
আজকের সর্বশেষ সবখবর

হাওড় বেষ্টিত লাখাইয়ে চলছে নৌকা তৈরি ও মেরামতের ধুম

Link Copied!

মনর উদ্দিন মনির, লাখাই প্রতিনিধি।। হাওড় বেষ্টিত লাখাই উপজেলায় সুতাং, ধলেশ্বরী, কলকলিয়া নদীর তীরে অবস্থিত বিভিন্ন ইউনিয়নের গ্রামের চারপাশ যখন বর্ষার আগাম থইথই পানির পূর্বাভাসের সংকেত দেখাচ্ছে তখনই নৌকা তৈরি ও পুরাতন নৌকা মেরামতে নেমে যাচ্ছেন নৌকা তৈরির কারিগর সহ নৌকার মাঝি।
আজ ১৯ ই জুন শুক্রবার অনুসন্ধানে যানা যায়, উপজেলার লাখাই, শিবপুর, কৃষ্ণপুর, মাদনা সহ মোড়াকরি বাজারে নতুন ও পুরাতন নৌকা তে বিভিন্ন রকমের রং ও আলকাতরা দিয়ে ব্যবহারের উপযোগী করছেন কারিগর ও মাঝিরা ।

ছবিঃ নৌকা তৈরি করছেন কারিগররা ।


গোপাল সুত্রধর নামে এক কারিগর ও নৌকা ব্যাবসায়ীর সাথে কথা বললে তারা জানান, হঠাৎ করেই বর্ষার পানি বেড়ে যাচ্ছে বলে নৌকা তৈরির কাজ বেড়ে গেছে। বর্তমানে চাম্বল ও করোই কাঠ দিয়েই নৌকা তৈরি করে যাচ্ছি। নতুন পানি আসার সাথে সাথে নৌকার কদর বাড়বে বলে আশাবাদী।

মোড়াকরিবাজারে যতিন্দ্র দাশ নামে নৌকা দেখতে আসা এক মাছ ব্যবসায়ীর সাথে কথা বললে তিনি জানান, আমি ঘুরে নৌকা দেখতেছি, নৌকা গুলি সুন্দর লাগছে। নৌকা তৈরি ও পানিবাড়লে মাছ ধরার জন্য একটা নৌকা বাজার থেকে কিনব।

উল্লেখ্য, উপজেলার লাখাই ইউনিয়ন, বুল্লা ইউনিয়ন, বামৈ ইউনিয়নের নয়াগাঁও এবং মোড়াকরি ইউনিয়নের কিছু অংশ বেশকিছু নৌকার ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। এসব গ্রামে প্রায় বাড়িতেই বর্ষাকালে যাতায়াতের অন্যতম বাহন হিসেবে রয়েছে একটি করে নৌকা। এক সময় বর্ষা মৌসুমে এসব এলাকায় পাল তোলা নৌকা চলতো। বিভিন্ন হাট-বাজারে মালামাল আনা নেওয়ার জন্য গয়না, ডিঙ্গি ইত্যাদি নৌকার ব্যবহার হতো। লাখাই উপজেলার ক্রেতা বিক্রিতারা উপজেলা সহ বি বাড়ির জেলার নাসিরনগর বুড়িশ্বর নৌকার বাজার থেকে নৌকা আনেন।